আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।
মঙ্গলবার হতে চলেছে আইপিএলের বহু প্রতীক্ষিত নিলাম। পরের বছরের প্রতিযোগিতা শুরুর আগে সব দলের কাছেই ঘর গুছিয়ে নেওয়ার পালা। প্রতিটি দলের কাছেই কিছু না কিছু পরিকল্পনা রয়েছে। তবে সব দলের হাতে পর্যাপ্ত টাকা নেই। তার মধ্যেই বিপুল লড়াই দেখা যেতে পারে। ১০ দল কী লক্ষ্য নিয়ে নামছে, তা বিশ্লেষণ করল আনন্দবাজার অনলাইন:
১) চেন্নাই সুপার কিংস
হাতে টাকা: ৩১.৪ কোটি
কাদের প্রতি নজর: শার্দূল ঠাকুর, মণীশ পান্ডে, জশ হেজলউড।
লক্ষ্য: শার্দূল আগে সিএসকে-তে ছিলেন। ডেথ ওভারে বোলিং এবং আট নম্বরে ব্যাটিংয়ের কারণে তাঁকে নিতে পারে সিএসকে। পাশাপাশি অম্বাতি রায়ডুর জায়গায় ভাল কোনও ভারতীয় ব্যাটারের দিকে নজর থাকবে তাদের। মণীশকে নিতে পারে তারা। পেস বিভাগকে শক্তিশালী করতে হেজলউড একজন বিকল্প। তবে হেজলউডকে কিনলে শুধু মে মাসেই তাঁকে পাবে চেন্নাই।
২) দিল্লি ক্যাপিটালস
হাতে টাকা: ২৮.৯৫ কোটি
কাদের প্রতি নজর: প্রিয়াংশ আর্য, হর্ষল পটেল, শার্দূল ঠাকুর, জশ ইংলিস, ওয়ানিন্দু হাসরঙ্গ
লক্ষ্য: ভারতীয় ব্যাটারেরা একদমই খেলতে পারছেন না। তাই দিল্লির ব্যাটার প্রিয়াংশের দিকে নজর থাকবে। সৈয়দ মুস্তাক আলিতে তিনি ভাল খেলেছেন। উত্তরপ্রদেশের সমীর রিজ়ভি বা স্বস্তিক চিক্কারার দিকেও নজর রয়েছে। দিল্লির পিচে বড় ভূমিকা নিতে পারেন হর্ষলও।
৩) গুজরাত টাইটান্স
হাতে টাকা: ৩৮.১৫ কোটি
কাদের প্রতি নজর: শার্দূল, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, আজমাতুল্লা ওমরজ়াই
লক্ষ্য: হার্দিক পাণ্ড্যের পরিবর্ত পাওয়া যাবে না এটা গুজরাতের সমর্থকেরা ধরেই নিয়েছেন। শার্দূলকে নিলে তার ৫০-৬০ শতাংশ পূরণ হবে। রাচিনকে নিতে পারে তারা। তবে ওপেনিংয়ে নয়, নামাতে হবে পরের দিকে।
৪) লখনউ সুপার জায়ান্টস
হাতে টাকা: ১৩.১৫ কোটি
কাদের প্রতি নজর: জেরাল্ড কোয়েৎজি, দিলশান মদুশঙ্ক, আশুতোষ শর্মা
লক্ষ্য: মার্ক উডের পাশে আর এক জন ভাল পেসার চায় লখনউ। কোয়েৎজি ভাল বিকল্প হতে পারেন। মিচেল স্টার্ক বা হেজলউডের পিছনেও ছুটতে পারে তারা। তবে হাতে কম টাকা থাকার কারণে পাওয়ার সম্ভাবনা কম। নান্দ্রে বার্গার এবং মদুশঙ্ককে নেওয়া যেতে পারে। রেলওয়ের আশুতোষও মারকুটে ব্যাটার হিসাবে নাম করেছেন।
৫) মুম্বই ইন্ডিয়ান্স
হাতে টাকা: ১৭.৭৫ কোটি
কাদের প্রতি নজর: হাসরঙ্গ, মানব সুতার, আশুতোষ, দর্শন মিসাল
লক্ষ্য: খুব বেশি টাকা মুম্বইয়ের হাতে নেই। খুব বেশি ক্রিকেটার দরকারও নেই। হার্দিককে নিয়ে বাজি মেরে দিয়েছে তারা। চোখ থাকবে ঘরোয়া ক্রিকেটারদের দিকেই। বাঁ হাতি স্পিনার সুতারকে নিতে পারে তারা। হাসরঙ্গের দিকেও ঝাঁপাতে পারে।
৬) সানরাইজার্স হায়দরাবাদ
হাতে টাকা: ৩৪ কোটি
কাদের প্রতি নজর: যাকে পাবে তাকেই।
লক্ষ্য: সত্যি বলতে, নিলামের টেবিলে প্রতি বারই আশা জাগিয়েও হতাশ করে তারা। কী ভারতীয়, কী বিদেশি, সব বিভাগেই ব্যর্থতা। এ বার হাতে যথেষ্ট টাকা। বুঝেশুনে খরচ করতে হবে তাদের। ভাল মানের বিদেশি পেসার, ভাল টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটার দরকার তাদের। আগে যাঁদের নিয়ে আলোচনা হয়েছে, তাঁদের দিকে হায়দরাবাদেরও নজর থাকবে।
৭) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
হাতে টাকা: ২৩.২৫ কোটি
কাদের প্রতি নজর: মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, সুতার
লক্ষ্য: হর্ষল পটেলকে ছেড়ে অনেক টাকা পেয়েছে আরসিবি। ক্যামেরন গ্রিনকে নিয়ে মিডল অর্ডারের সমস্যাও মেটানো হিয়েছে। এ বার দেখার স্টার্ক বা কামিন্সের মতো ক্রিকেটার নিয়ে তারা জোরে বোলিং বিভাগ শক্তিশালী করতে পারে কি না।
৮) পঞ্জাব কিংস
হাতে টাকা: ২৯.১০ কোটি
কাদের প্রতি নজর: শার্দূর, হর্ষল, রাচিন
লক্ষ্য: দুই বিদেশির জায়গা বাকি। রাচিনকে নিলে ওপেনিং শক্তিশালী হবে। শার্দূল বা হর্ষল বোলিং বিভাগ শক্তিশালী করতে পারেন। একজন ভাল ভারতীয় পেসার দরকার তাদের। উমেশ যাদবকেও ভাবতে পারে তারা।
৯) রাজস্থান রয়্যালস
হাতে টাকা: ১৪.৫০ কোটি
কাদের প্রতি নজর: সমীর, স্বস্তিক, আশুতোষ, অভিমন্যু সিংহ, সৌরভ চৌহান
লক্ষ্য: বিদেশিদের সংখ্যা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার তুলে তারকা বানাতে রাজস্থানের জুড়ি নেই। সে ভাবেই সৈয়দ মুস্তাক বা বিজয় হজারেতে ভাল খেলা ক্রিকেটারদের নিতে পারে তারা।
১০) কলকাতা নাইট রাইডার্স
হাতে টাকা: ৩২.৭০ কোটি
কাদের প্রতি নজর: স্টার্ক, কামিন্স, রাচিন, হর্ষল
লক্ষ্য: অন্তত দু’জন ভাল মানের জোরে বোলার দরকার তাদের। স্টার্ক বা কামিন্স সেই জায়গা পূরণ করতে পারেন। কামিন্স আগেও এই দলের হয়ে খেলেছেন। তাই কেকেআর কর্তারা তাঁকে পেতে ঝাঁপাবেন। ভারতীয়দের মধ্যে হর্ষলকে নিতে ঝাঁপাবে কেকেআর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy