সোমবার লখনউকে হারিয়ে আইপিএলে জয়ে ফিরেছে চেন্নাই। সেই ম্যাচে চর্চা চলছে মহেন্দ্র সিংহ ধোনির করা একটি রান আউট নিয়ে। শেষ ওভারে বল করছিলেন জোরে বোলার মাথিসা পাথিরানা। ফলে উইকেটরক্ষক ধোনি অনেকটাই পিছনে দাঁড়িয়ে কিপিং করছিলেন। প্রথম বলে আব্দুল সামাদকে দূর থেকে ‘নন স্ট্রাইকিং এন্ড’-এ সরাসরি থ্রো করে ফিরিয়ে দেন। সেই থ্রো কি আকস্মিক ছিল? ম্যাচের পর তা নিয়ে উত্তর দিয়েছেন মাহি নিজেই।
পাথিরানার বল ঠেকাতে না পারলেও রান নিতে ছুটেছিলেন সামাদ। ধোনির কাছে বল গেলে তিনি বলটি সামাদের মাথার উপর দিয়ে ছুড়ে দেন। সেই ছোড়ায় খুব জোর ছিল না। সামাদ নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছনোর আগেই উইকেট ভেঙে যায়। ধোনির এই রান আউটে অবাক হয়ে যান ক্রিকেট বিশেষজ্ঞ, সমর্থকেরা।
ম্যাচের পর ধোনির কাছে সেই রান আউটের রহস্য জানতে চান লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ধোনি বলেন, “আমি স্রেফ স্টাম্প দেখতে পেয়েই বলটা ছুড়ে দিয়েছিলাম। অত ভাবিনি। হয় বল উইকেটে লাগত বা ফস্কাত।” তবে পন্থ সেটা মানতে চাননি। মজার সুরেই ধোনিকে জানিয়ে দেন, তিনি বল ছুড়বেন আর সেটা উইকেটে লাগবে না এটা হতেই পারে না।
আরও পড়ুন:
যদিও ধোনির এই রান আউটকে ‘ফ্লুক’ বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বলেছেন রবিন উথাপ্পা। বলেছেন, ‘‘আমিও তো একটা সময় উইকেটকিপিং করেছি। এ ধরনের সুযোগ আমিও নিতাম।”
সোমবার আইপিএলে প্রথম ফিল্ডার হিসাবে ২০০টি আউট করেছেন ধোনি। তার মধ্যে ১৯৭টি করেছেন উইকেটরক্ষক হিসাবে। এ ছাড়া সাধারণ ফিল্ডার হিসাবেও চারটি ক্যাচ রয়েছে তাঁর।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:১৯
ছক্কা মেরে শুরু, আউট হয়ে কান্না! অভিষেকে জাত চেনাল ১৪ বছরের বৈভব, তবু হার রাজস্থানের -
২০:১৯
পন্থকে অপমান করেছেন প্রীতি জ়িন্টা? বিতর্কের মুখে উত্তর দিলেন পঞ্জাব কিংসের মালিক -
১৯:২৮
রেকর্ড ১৪ বছর ২৩ দিনের বৈভবের! আইপিএলে সর্বকনিষ্ঠ হিসাবে অভিষেক -
১৯:০৩
চোটের কারণ দেখিয়ে খেলছেন না সঞ্জু, নেপথ্যে কি রাজস্থানের কোচ দ্রাবিড়ের সঙ্গে ঝামেলা? -
১৭:৩৭
অহমদাবাদের ৪০ ডিগ্রি তাপমাত্রায় শুভমনদের ঘাম ছুটিয়ে অক্ষরদের ২০৩, আগুনে বোলিং একা প্রসিদ্ধের