গুজরাত টাইটান্সকে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য দিল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমন গিল। অহমদাবাদের ২২ গজে প্রথমে ব্যাট করার সুবিধা কাজে লাগিয়ে ৮ উইকেটে ২০৩ রান তুলল। প্রসিদ্ধ কৃষ্ণর বোলিং সামলাতে পারলেন না দিল্লির ব্যাটারেরা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে নেমে অসুস্থ বোধ করলেন ইশান্ত শর্মা। সুস্থ হয়ে পরে তিনি আবার বল করেন। ব্যাট করার সময় পায়ে টান ধরল অক্ষর পটেলেরও।
ওপেন করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করছেন অভিষেক পোড়েল। দ্রুত রান তোলার পাশাপাশি বড় রান করার দিকে নজর দেওয়া দরকার বাংলার উইকেটরক্ষক-ব্যাটারের। না পারলে আরও বড় মঞ্চে যাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়বেন। শনিবার ৯ বলে ১৮ রান করে আউট হলেন তিনি। দিল্লির অন্য ওপেনার করুণ নায়ার করলেন ১৮ বলে ৩১ রান। ২টি করে চার এবং ছয় মারলেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে রান তোলার গতি বৃদ্ধির চেষ্টা করেন লোকেশ রাহুল। ১৪ বলে ২৮ রান করলেন অভিজ্ঞ রাহুল। তাঁর ব্যাট থেকে এল ৪টি চার এবং ১টি ছয়। প্রতিপক্ষের ঘরের মাঠে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল চতুর্থ উইকেটে অক্ষর এবং ট্রিস্টান স্টাবস জুটি। দলের ইনিংসকে ২২ গজে থিতু করলেন তাঁরা। স্টাবস করলেন ২১ বলে ৩১ রান। মারলেন ২টি চার এবং ১টি ছয়। দিল্লি অধিনায়ক করলেন ৩২ বলে ৩৯ রান। আশুতোষ শর্মা করলেন ১৯ বলে ৩৭ রান। দিল্লির আর কেউ উল্লেখ করার মতো রান করতে পারেননি।
তবু দিল্লি প্রত্যাশিত রান করতে পারল না। বলা ভাল করতে দিলেন না প্রসিদ্ধ। নিয়ন্ত্রিত বোলিং করে দিল্লির ইনিংসের চার বার আঘাত হানলেন তিনি। তাঁর জন্য অন্তত ২৫ রান কম হল দিল্লির। ৪১ রানে ৪ উইকেট নিলেন প্রসিদ্ধ। আর্শাদ খান ৪৬ রানে ১ উইকেট নিলেন। মহম্মদ সিরাজ ১ উইকেট নিলেন ৪৭ রান খরচ করে। ইশান্ত ১৯ রানে ১ উইকেট নিলেন। ৯ রানে ১ উইকেট সাই কিশোরের।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ