বিরাট কোহলী। —ফাইল চিত্র
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি। সেই সিরিজে মাত্র ৬ রান করলেই রেকর্ড গড়বেন বিরাট কোহলী। ভারতের মাটিতে যে রেকর্ড এত দিন সচিন তেন্ডুলকরের দখলে ছিল এ বার তা ভেঙে দিতে পারেন কোহলী। ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান থেকে ৬ রান দূরে তিনি।
ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান করতে সচিন সময় নিয়েছিলেন ১২১টি ইনিংস। কোহলীর কাছে সুযোগ রয়েছে ৯৬টি ইনিংসে সেই রেকর্ড গড়ার। ভারতের মাটিতে সচিন ছাড়া আর কোনও ব্যাটারের এক দিনের ক্রিকেটে পাঁচ হাজার রান নেই।
শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি, শ্রেয়স আয়ার-সহ ভারতীয় দলের আট জন করোনা আক্রান্ত হন। ময়ঙ্ক অগ্রবালকে ভারতীয় দলে যোগ করা হয়। তিনটি এক দিনের ম্যাচ হবে আমদাবাদে। ৫০ ওভারের ক্রিকেটে ১০০০টি ম্যাচ খেলতে চলেছে ভারত। আর কোনও দল এক দিনের ক্রিকেটে এত ম্যাচ খেলেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy