রোহিত শর্মা। ফাইল ছবি।
কোভিড সংক্রমণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা। টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।
মাঠের বাইরে বসেই তাঁকে দেখতে হয়েছে এজবাস্টন টেস্টে দলের হার। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সেই হতাশার কথাই বলেছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘মাঠের বাইরে বসে খেলা দেখতে একটুও ভাল লাগে না। খেলতে না পারলে খারাপ তো লাগেই। বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশের বাইরে থাকা খুবই হতাশার।’’
কোভিডের জন্য খেলতে পারেননি টেস্ট। এখন সম্পূর্ণ সুস্থ রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি ম্যাচগুলোয় তিনিই নেতৃত্ব দেবেন। কোভিড নিয়ে অধিনায়ক বলেছেন, ‘‘দু’দিন বেশ কাবু ছিলাম। দ্রুত সেরে উঠতে পেরেছি। স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরে ভাল লাগছে। এখনও কোনও সমস্যা নেই। টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’
আইপিএলে গতিতে নজরকাড়া উমরান মালিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দেশের হয়ে দু’টি ম্যাচ খেলে তেমন সফল হতে না পারলেও উমরানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন উমরান? সরাসরি উত্তর না দিয়ে রোহিত বলেছেন, ‘‘উমরান ভীষণ ভাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ভাবনায় রয়েছে। ওকে নিয়ে পরিকল্পনা রয়েছে আমাদের। ওকে প্রথমে বুঝতে হবে, দল ওর কাছ থেকে ঠিক কী চাইছে। বিশ্বকাপের আগে হাতে কিছু সময় রয়েছে। কয়েকজনকে খেলিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে।’’
উমরানকে ভবিষ্যতের সম্পদ বলে মনে করেন রোহিত। বলেছেন, ‘‘আইপিএলে দুরন্ত বোলিং করেছে। ওকে আমরা নতুন বলে ব্যবহার করব না মাঝের ওভারগুলোর দায়িত্ব দেব, সেটা এখনও ঠিক হয়নি। ওর সঙ্গে কথা বলা দরকার। উমরান কোন ভূমিকায় স্বচ্ছন্দ সেটাও গুরুত্বপূর্ণ।’’ যদিও রোহিত মনে করিয়ে দিয়েছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা আর দেশের হয়ে খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy