মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে জানিয়েছিলেন, সুনীল নারাইনকে দেখে স্পিনার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন সত্যি হয়েছে দিগ্বেশ রাঠির। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগে ‘গুরু’ নারাইনের সঙ্গে সাক্ষাৎ হল ‘শিষ্য’ দিগ্বেশের। সেখানেই জানা গেল দিদ্বেশের উল্লাসের নেপথ্য কারণ।
মঙ্গলবার দুপুরে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা-লখনউ। সেই ম্যাচের আগে অনুশীলনে দেখা হয় দুই ক্রিকেটারের। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ দিগ্বেশকে নিয়ে নারাইনের কাছে যান। সঙ্গে ছিলেন নারাইনের দেশেরই নিকোলাস পুরান। দিগ্বেশের সঙ্গে নারাইনের পরিচয় করিয়ে দেন পন্থ। দিগ্বেশের প্রশংসা করেন নারাইন। পুরান জানান, দিগ্বেশ সব সময় নারাইনের কথা তাঁদের বলেন।
এ বারের আইপিএলে উইকেট নেওয়ার পরে এক অদ্ভুত উল্লাস করতে দেখা যাচ্ছে দিগ্বেশকে। আউট হওয়া ব্যাটারের কাছে গিয়ে খাতায় নোট নেওয়ার মতো করে উল্লাস করছেন তিনি। অথচ তাঁর আদর্শ নারাইনকে বিশেষ উল্লাস করতে দেখা যায় না। সেই প্রশ্ন করেন পুরান।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার দিগ্বেশকে বলেন, “নারাইন তো উল্লাস করে না। তা হলে তুমি কেন করো?” জবাবে দিগ্বেশ বলেন, “আমি দিল্লির ছেলে।” এ কথা বলে হেসে ফেলেন তিনি। বাকিদেরও হাসতে দেখা যায়।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বারের আইপিএলে চারটি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন দিগ্বেশ। নারাইনের মতো হতে চান তিনি। আইপিএলের মাঝেই একটি সাক্ষাৎকারে দিগ্বেশ বলেন, “নারাইনকে যে দিন থেকে দেখেছি, সে দিন থেকে বল করতে ভাল লাগে। ওর মতো আক্রমণাত্মক মানসিকতা নিয়ে বল করতে পছন্দ করি। কঠিন পরিস্থিতিতে যে ভাবে নারাইন মাথা ঠান্ডা রাখে, সেটা আমিও করতে চাই।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:২৩
বুমরাহকে ছক্কা মেরে করুণের প্রত্যাবর্তন, সাত বছর পর আইপিএলে অর্ধশতরান, তবুও হার দিল্লির -
২১:১৯
রোহিত, হার্দিকের ব্যর্থতা ঢেকে বড় রান মুম্বইয়ের, অপরাজিত থাকতে দিল্লির লক্ষ্য ২০৬ রান -
১৯:১৩
ব্যাটে গন্ডগোল! ম্যাচের মাঝেই সল্ট এবং হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করলেন মাঠের আম্পায়ার -
১৮:৫১
দুই দলের ক্যাচ ফেলার প্রতিযোগিতা, সল্ট-কোহলিতে আইপিএলে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু -
১৫:০৯
‘স্টুডিয়োয় বসে মন্তব্য করা সহজ’, আইপিএলের ধারাভাষ্যকারদের উপর রেগে লাল লখনউয়ের শার্দূল