Advertisement
০১ অক্টোবর ২০২৪
WTC 2023-25

বাংলাদেশকে আড়াই দিনে হারিয়ে টেস্ট বিশ্বকাপের তালিকায় ব্যবধান বৃদ্ধি করল ভারত, বাকিরা কোথায়

কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে আড়াই দিনে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে আরও ব্যবধান বাড়িয়েছেন রোহিত শর্মারা।

cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১৭:০৭
Share: Save:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে ভারত। কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে আড়াই দিনে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে আরও ব্যবধান বাড়িয়েছেন রোহিত শর্মারা। বাকিদের থেকে অনেকটা এগিয়ে তাঁরা।

১১ ম্যাচ খেলে আটটিতে জিতেছে ভারত। হেরেছে দু’টি টেস্ট। একটি টেস্ট ড্র হয়েছে। রোহিতদের পয়েন্ট ৯৮। তাদের পয়েন্টের শতাংশ ৭৪.২৪। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে কোন দুই দেশ ফাইনাল খেলবে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১২টি টেস্টের মধ্যে আটটিতে জিতেছে তারা। তিনটি হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। প্যাট কামিন্সদের পয়েন্ট ৯০। তাঁদের পয়েন্টের শতাংশ ৬২.৫০।

তার পরেই শ্রীলঙ্কা। নিজেদের শেষ তিনটি টেস্ট জিতেছে তারা। ন’টি টেস্টের মধ্যে তারা পাঁচটি জিতেছে ও চারটি হেরেছে। শ্রীলঙ্কার পয়েন্ট ৬০। পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। ১৬টি টেস্টের মধ্যে তারা আটটি জিতেছে, সাতটি হেরেছে ও একটি ড্র করেছে। ইংল্যান্ডের পয়েন্ট ৮১। পয়েন্টের শতাংশ ৪২.১৯। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ছ’টি টেস্টের মধ্যে দু’টি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ২৮। পয়েন্টের শতাংশ ৩৮.৮৯।

শ্রীলঙ্কার কাছে জোড়া টেস্ট হেরে ছ’নম্বরে নেমে গিয়েছে নিউ জ়িল্যান্ড। আটটি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও পাঁচটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৩৭.৫০। ভারতের কাছে টেস্ট সিরিজ় হেরে সাত নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ। আটটি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও পাঁচটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৩। পয়েন্টের শতাংশ ৩৪.৩৮।

আট নম্বরে রয়েছে পাকিস্তান। সাতটি টেস্টের মধ্যে তারা দু’টি জিতেছে ও পাঁচটি হেরেছে। তাদের পয়েন্ট ১৬। পাকিস্তানের পয়েন্টের শতাংশ ১৯.০৫। তালিকায় সকলের শেষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ন’টি টেস্টের মধ্যে তারা একটি জিতেছে। ছ’টি টেস্ট হেরেছে। ড্র হয়েছে দু’টি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ২০। তাদের পয়েন্টের শতাংশ ১৮.৫২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WTC 2023-25 India Cricket Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE