চিন্তায় বাবর আজম। —ফাইল চিত্র
অনুশীলনের সময় আচমকা বল এসে লাগল মাথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের দু’দিন আগে হাসপাতালে গেলেন পাকিস্তানের ব্যাটার শান মাসুদ। অনুশীলনে পাক অলরাউন্ডার মহম্মদ নওয়াজ়ের মারা বল এসে লাগে তাঁর মাথায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসুদকে।
পাকিস্তান দলের অনুশীলনের সময় নওয়াজ়ের মারা বল মাথায় লাগে মাসুদের। নেটের পাশেই ৫-৭ মিনিট শুয়ে থাকতে দেখা যায় পাক ব্যাটারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে যা চিন্তায় রাখছে পাকিস্তান দলকে। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল থেকে না ফিরলে জানা যাবে না।
Breaking: Shan Masood taken to the hospital after the ball struck the right side of his head. We wish him a speedy recovery. #SportsYaari
— Sushant Mehta (@SushantNMehta) October 21, 2022
pic.twitter.com/XK0m180OKL
মাসুদ যদি খেলতে না পারেন, সে ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে দেখা যেতে পারে ফখর জমানকে। বড় ম্যাচের আগে এমন চোট যে পাকিস্তানকে বিপদে ফেলবে তা বলাই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে ছন্দে দেখা গিয়েছে বাবর আজ়মের দলকে। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ় জিতে এসেছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও ভাল খেলতে দেখা গিয়েছিল বাবরদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুরু করেছিল পাকিস্তান। এ বারও তেমনই ফল চাইবেন বাবররা। ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। যদিও সেই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy