পাকিস্তান দলের ব্যাটিং উপদেষ্টার ভূমিকায় রয়েছেন ম্যাথু হেডেন। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় হতাশ পাকিস্তান। কিন্তু ক্রিকেটারদের দুঃখ করতে নিষেধ করেছেন দলের উপদেষ্টা ম্যাথু হেডেন। বাবর আজ়মদের সামনে নতুন লক্ষ্য বেঁধে দিয়েছেন তিনি। সামনের বছর ভারতে এক দিনের বিশ্বকাপ জেতার কথা বলেছেন তিনি।
ফাইনালে হারের পর বাবরদের তাতিয়েছেন হেডেন। তাঁদের প্রশংসা করেছেন তিনি। পাকিস্তানের সাজঘরে হেডেনের সেই ভিডিয়ো প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিনি বলেছেন, ‘‘এ বার আমরা বিশ্বকাপ জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। সামনের বছর ভারতে এক দিনের বিশ্বকাপ। আশা করছি সামনের বছর বিশ্বকাপ জিতে আমরা আনন্দ করব।’’
এ বারের বিশ্বকাপে মহম্মদ হ্যারিস, শান মাসুদ, নাসিম শাহ, হ্যারিস রউফের মতো ক্রিকেটাররা নজর কেড়েছেন। আবার বাবর, রিজ়ওয়ানরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ভুল-ত্রুটি শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন হেডেন। বলেছেন, ‘‘সামনের দিকে আমরা কী ভাবে এগোব, তার একটা রূপরেখা আমরা পেয়েছি। ভাল পারফরম্যান্সের কথা মনে রাখব। নিজেদের ভুল থেকে শিক্ষা নেব। এ ভাবেই আমরা সামনের দিকে এগোব।’’
Matthew Hayden is proud of the team's effort and performance in the tournament.#T20WorldCup pic.twitter.com/X3cbfEqtPL
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
বিশ্বকাপ শুরু হওয়ার আগে হেডেনের বিশ্বাস ছিল, তাঁরা প্রতিযোগিতা জিততে পারেন। শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু বাবরদের উপর বিশ্বাস হারাননি হেডেন। বলেছেন, ‘‘এই দলের অংশ হতে পেরে গর্বিত। এক মাস আগে আমার বাড়িতে যখন তোমরা সবাই নৈশভোজে এসেছিলে তখন আমি বলেছিলাম, আমরা বিশ্বকাপ জিততে পারি। সেই বিশ্বাস বদলায়নি। আমি এখনও বিশ্বাস করি যে এই দল বিশ্বকাপ জিততে পারবে।’’
যাঁরা খেলেছেন শুধু তাঁরাই নন, যাঁরা মাঠে নামার সুযোগ পাননি তাঁদেরও প্রশংসা করেছেন হেডেন। বলেছেন, ‘‘যারা দলে সুযোগ পায়নি তারাও অনুশীলনে নিজেদের সেরাটা দিয়েছে। এটা বিশ্বের সব থেকে কঠিন কাজ। দিনের পর দিন নিজেকে তৈরি করার পরেও যারা প্রথম একাদশে সুযোগ পায়নি তাদের বলব, মন খারাপ কোরো না। তোমাদের সঙ্গে সাজঘরে সময় কাটাতে পেরে আমি গর্বিত।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারলেও সতীর্থদের লড়াইয়ে গর্বিত দলের অধিনায়ক বাবরও। দলের প্রত্যেক ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সতীর্থদের যোদ্ধা হিসাবে উল্লেখ করেছেন পাকিস্তানের অধিনায়ক। ম্যাচের পরে একটি টুইট করেছেন বাবর। টুইটে তিনি লিখেছেন, ‘‘দলের উপর অসম্ভব গর্বিত। তোমরা সবাই যোদ্ধার মতো লড়াই করেছ। তোমরা যে ভাবে খেলেছ, তার জন্য সবাইকে ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy