ছবি: পিটিআই
ভারতীয় বোলারদের ঘুম উড়িয়ে দিয়েছেন বাটলার এবং অ্যালেক্স হেলস।
সেমিফাইনালের হার্দিক পাণ্ড্যর দাপট দেখল বিশ্ব। ৩৩ বলে ৬৩ রান করলেন হার্দিক। শেষ বলে হিট উইকেট হয়ে যান তিনি। ইনিংসের শেষ ওভারে একটি ছক্কা এবং একটি চার মারেন হার্দিক। তার আগে ঋষভ পন্থ রান আউট হয়ে হার্দিককে স্ট্রাইক দিয়ে যান। পরের ২ বলে ১০ রান তুললেও শেষ বলে আউট হয়ে যাওয়ায় রান পেল না ভারত।
২৯ বলে অর্ধশতরান করলেন হার্দিক। শেষের দিকে ভারতের রান তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন তিনি।
FIFTY for @hardikpandya7 off 29 deliveries 💪🔥
— BCCI (@BCCI) November 10, 2022
Live - https://t.co/ld3NCG5Kok #INDvENG #T20WorldCup pic.twitter.com/pGnZvT91c0
অর্ধশতরান করেই আউট বিরাট। ৪০ বলে ৫০ রান করেন তিনি। জর্ডনের বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ নিলেন রশিদ।
ক্রিস জর্ডনের বলে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন বিরাট। ইয়র্কার বল খেলতে গিয়ে মাটিতে পড়ে গেলেন তিনি। আউটের আবেদন করেছিলেন জর্ডনরা। কিন্তু আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলেও আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।
ভারতের বিরুদ্ধে স্পিনার আদিল রশিদের উপর ভরসা রেখেছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। রশিদ ৪ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নিয়ে চলে গেলেন। মাঝের ওভারে রান আটকে রাখার কাজটা করে দিলেন রশিদ। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৮০/৩।
বড় শট খেলতে গিয়েই বিপদে পড়লেন সূর্যকুমার। ১০ বলে ১৪ রান করে আউট তিনি। আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন সূর্যকুমার।
প্রথম ১০ ওভারে মাত্র ৬২ রান তুলল ভারত। রোহিত এবং রাহুল সাজঘরে ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন বিরাট, সূর্যকুমার।
২৮ বলে ২৭ রান করে সাজঘরে রোহিত। ক্রিস জর্ডনের বলে ক্যাচ দিলেন ক্রিক ওকসের হাতে। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক।
কভারের উপর দিয়ে বিরাটের মারা ছক্কা দেখে বড় রানের অপেক্ষা করছেন সমর্থকরা। কিন্তু পাওয়ার প্লে-তে সে ভাবে রান তুলতে পারল না ভারত। ৫ ওভারে উঠল ৩১ রান। পাওয়ার প্লে-তে বাকি আরও এক ওভার।
রাহুল শুরু করেছিলেন ৪ মেরে, কিন্তু বেশি ক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। গ্রুপ পর্বের শেষ দু’টি ম্যাচে অর্ধশতরান করেছিলেন রাহুল। কিন্তু বড় ম্যাচে রান করতে পারলেন না তিনি। বার বার বড় ম্যাচে ব্যর্থ হচ্ছেন রাহুল।
ক্রিস ওকসের অফ সাইডের বাইরের বলে খোঁচা দিলেন রাহুল। বল জমা পড়ল উইকেটরক্ষক বাটলারের হাতে। ৫ বলে ৫ রান করে সাজঘরে রাহুল।
বেন স্টোকসের প্রথম বলে চার মেরে শুরু করলেন লোকেশ রাহুল। প্রথম ওভারে ভারত তুলল ৬ রান।
টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ভারতকে ব্যাট করতে পাঠালেন।
অস্ট্রেলিয়ার আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল এবং দুপুরে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ থাকবে। সকাল থেকেই অ্যাডিলেডের আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেই সঙ্গে ১০-২৫ কিমি বেগে হাওয়া বইতে পারে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ৬.৩০ নাগাদ ম্যাচ শুরু হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy