ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেলেন ম্যাক্সওয়েল। ছবি: টুইটার।
চেয়েছিলেন চার বা ছয় মারতে। অথচ বল গিয়ে লাগল তাঁর কপালে। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এমনই কাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যুজবেন্দ্র চহালের একটি বল মারতে গিয়ে আহত হলেন তিনি।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন চহাল। আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন ম্যাক্সওয়েল। চহালের আপাত নিরীহ একটি বল মাঠের বাইরে পাঠাতে সুইচ হিট মারার চেষ্টা করেন ম্যাক্সওয়েল। এই শট মারতে তিনি যথেষ্টই দক্ষ। টি-টোয়েন্টি ক্রিকেটেই বেশি দেখা যায় সুইচ হিট। কিন্তু ভারতীয় লেগ স্পিনারের বলের লাইন বুঝতে পারেননি। বল ব্যাটে না লেগে সোজা আঘাত করে তাঁর ডান চোখের উপরের অংশে। সে সময় তিনি হেলমেট পরে ছিলেন না। আঘাত লাগতেই ম্যাক্সওয়েলের কাছে ছুটে যান চহাল-সহ ভারতীয় দলের ক্রিকেটাররা। এগিয়ে যান আম্পায়াররাও। খেলা থামিয়ে দেন তাঁরা। অস্ট্রেলিয়ার সাজঘর থেকে ছুটে আসেন চিকিৎসকরা। তাঁরা ম্যাক্সওয়েলের আঘাতের জায়গা পরীক্ষা করেন। আঘাত তেমন গুরুতর না হওয়ায় আবার শুরু হয় খেলা।
Glenn Maxwell's attempted switch hit goes off the leading edge (I Think) and hits him near his eyes. It is 2022 and it is ridiculous that batters (Across the game) still think they can bat without helmets just because a spinner is bowling. Absolutely mental it is not mandatory. pic.twitter.com/MS9dOPtDAN
— Vinayakk (@vinayakkm) October 17, 2022
ম্যাচে ১৬ বলে ২৩ রান করেন ম্যাক্সওয়েল। চারটি চার মারেন তিনি। ভুবনেশ্বর কুমারের বলে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দলকে অবশ্য জেতাতে পারেননি। শেষ চার বলে চারটি উইকেট হারিয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৬ রানে হেরে যায় এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy