সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রিসবেনে একই দিনে খেলতে নেমেছিল ভারত এবং পাকিস্তান। আগামী ২৩ অক্টোবর দু’দলের দ্বৈরথের আগেই সেখানে দুই দলের ক্রিকেটারদের দেখা হয়ে গেল। চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠা শাহিন আফ্রিদির সঙ্গে আলাদা করে কথা বলেন মহম্মদ শামি। ভারতীয় বোলারের পরামর্শ নিতে দেখা গেল শাহিনকে। এমনকী, বাঁ হাতে বল নিয়ে সিম পজিশন উল্লেখ করে শাহিনকে ডেলিভারি করার কায়দা বুঝিয়ে দিলেন শামি।
ভারত এবং পাকিস্তানের বোলাররা পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন। সেখানে শামিকে দেখে এগিয়ে আসেন শাহিন। শামিকে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন। পাল্টা শামিও শাহিনের খোঁজ খবর নেন। এর পর পাকিস্তানের কোচ শন টেট এবং অস্ট্রেলিয়ার বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে দেখা যায় খোশগল্পে মাততে। ব্যস্ত ছিলেন পাকিস্তানের মেন্টর ম্যাথু হেডেনও।
The @T20WorldCup meetup: Stars catch up on the sidelines 🤩#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/J1oKwCDII2
— Pakistan Cricket (@TheRealPCB) October 17, 2022
আরও পড়ুন:
শামিকে শাহিন জিজ্ঞাসা করেন, কী ভাবে বলের পজিশন ঠিক রাখা যায়? শামি নিজেই বাঁ হাতে বল নিয়ে স্ট্রেট সিমে বল করতে বলেন। পাশাপাশি বল ছাড়ার সময় যাতে সব ঠিক ঠাক থাকে, সেটাও খেয়াল রাখতে বলেন। শাহিনকে মন দিয়ে পরামর্শ শুনতে দেখা গিয়েছে।
প্রস্তুতি ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারালেও, পাকিস্তান হেরে গিয়েছে ইংল্যান্ডের কাছে। বুধবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ওই দিনও পাকিস্তানও নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। তার পরে রবিবার বিশ্বকাপে দুই দলের ম্যাচ।