রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে এই ট্রফির জন্য লড়াই। ফাইল ছবি।
অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যোগ্যতা অর্জন পর্বের পাশাপাশি চলছে প্রস্তুতি ম্যাচ। ২৯ জন প্রতিযোগিতায় ধারাভাষ্য দেবেন। তাঁদের অধিকাংশই ক্রিকেটার। তালিকায় রয়েছেন তিন ভারতীয়।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া অইন মর্গ্যানও এ বার ধারাভাষ্য দেবেন। ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন ভারতের রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর এবং হর্ষ ভোগলে। এ ছাড়াও আইসিসির ধারাভাষ্যকারের তালিকায় রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, আতহার আলি খান, বাজ়িদ খান, কার্লোস ব্রেথওয়েট, ব্রায়ান মুরগাট্রয়েড, ডেল স্টেন, ড্যানি মরিসন, ড্রিক ন্যানেস, ইয়ান বিশপ, ইয়ন স্মিথ, ইশা গুহ, মার্ক হাওয়ার্ড, মেল জোন্স, মাইকেল আর্থারটন, মাইকেল ক্লার্ক, নাসের হুসেন, নাতালি জার্মানোস, নিল ও’ব্রায়েন, পোমি এমবাঙ্গোয়া, প্রিস্টন মোমসেন, রাসেল আর্নল্ড, স্যাময়েল ব্র্যাড্রি, শেন ওয়াটসন, শন পোলক এবং সাইমন ডুল।
দীর্ঘ দিন পর এক সঙ্গে হয়ে উচ্ছ্বসিত সকলেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যকারদের নিয়ে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। সেই ভিডিয়োতে রয়েছে ভারতীয় দলের প্রাক্তন কোচের একটি মন্তব্য, ‘‘এ বার পার্টি শুরু করা যাক।’’ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে ধারাভাষ্যকার শাস্ত্রী ওই মন্তব্য করেছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ‘সব ধারাভাষ্যকারদের নিয়ে একটা হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা উচিত।’’
What an elite commentary line-up for #T20WorldCup 2022 😍
— ICC (@ICC) October 16, 2022
Details 👉 https://t.co/sCOReFrnTH pic.twitter.com/CuTJlwBeOk
ভিডিয়োয় ধারাভাষ্যকারদের ক্রিকেটজীবনের কিছু মুহূর্তও তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে তাঁদের ধারাভাষ্যের টুকরো টুকরো অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ধারাভাষ্যকাররা সকলেই বেশ উত্তেজিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy