Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Bangladesh Cricket

হঠাৎই দুশ্চিন্তা বাংলাদেশের! শাকিবের দলের ওপেনার পাকিস্তান ম্যাচে অনিশ্চিত

অ্যাডিলেডে রবিবার বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। দু’দলের কাছেই তা মরণ-বাঁচন ম্যাচ। তবে রবিবার সকালে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের উপর সব নির্ভর করছে।

শাকিবের দলের ওপেনার পাক ম্যাচে কি খেলবেন?

শাকিবের দলের ওপেনার পাক ম্যাচে কি খেলবেন? ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৬:৪৪
Share: Save:

ভারতের বিরুদ্ধে খেলতে নেমে প্রায় একার হাতেই দলকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। বৃষ্টি এসে খেলা থমকে না দিলে অনায়াসে ম্যাচের নায়ক হতে পারতেন। বাংলাদেশের সেই লিটন দাস আচমকাই পাকিস্তান ম্যাচে অনিশ্চিত। শুক্রবার গোটা দল অনুশীলনে এলেও লিটন ছিলেন না। শোনা গিয়েছে, তিনি হোটেলে বিশ্রাম নিয়েছেন।

ভারতের বিরুদ্ধে ম্যাচে রান আউট হওয়ার আগে দু’বার পিছলে মাটিতে পড়ে যান লিটন। ভেজা ঘাসেই তাঁর পা পিছলে যায় বলে শোনা গিয়েছে। তখন হ্যামস্ট্রিংয়ের হালকা চোট লেগেছিল তাঁর। ব্যথা খুব একটা হয়নি। পরে হোটেলে ফেরার পর লিটন বুঝতে পারেন ব্যথা বাড়ছে। বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, লিটনের ব্যথা বাড়তে থাকায় দল চিন্তিত। তাই তাঁকে দিয়ে অনুশীলন করানোর ঝুঁকি না নিয়ে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ শুক্রবার হওয়ার শনিবার আবার অনুশীলনের সুযোগ থাকছে। সেখানে লিটনকে দেখতে পাওয়া যাবে বলে মনে করছে শিবির।

বাংলাদেশের এক ওয়েবসাইটে বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরি বলেছেন, “এটাকে ঠিক চোট বলা যাবে না। তবে ওর হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা রয়েছে। হাঁটাচলা করতে সমস্যা না হলেও অনুশীলন করাটা বাড়াবাড়ি হয়ে যেত। ওকে বিশ্রাম নিতে বলা হয়েছে। আশা করা যায় পাকিস্তান ম্যাচের আগে ও সুস্থ হয়ে যাবে।”

অ্যাডিলেডে রবিবার বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। দু’দলের কাছেই তা মরণ-বাঁচন ম্যাচ। তবে রবিবার সকালে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের উপর সব নির্ভর করছে। যদি প্রোটিয়ারা ওই ম্যাচে জিতে যায়, তা হলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়বে। দু’দলই মুখোমুখি হওয়ার আগে ছিটকে যাবে। শুক্রবারের মতো শনিবারও রোল্টন ওভালে হবে বাংলাদেশের অনুশীলন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE