পাকিস্তান ম্যাচ জয়ের নেপথ্যনায়ক কে? ছবি পিটিআই
পাকিস্তানের দুই ছন্দে থাকা ব্যাটার বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানকে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিলেন। পরে বিরাট কোহলি কার্যত একার হাতে ম্যাচ জেতান। কিন্তু তাঁর বোলিং ম্যাচের শুরুতে যে ভারতকে সাহায্য করেছে এটা অস্বীকার করা যাবে না। জয়ের পর সব আলো কোহলি কেড়ে নিলেও আরশদীপ সিংহ নিঃসন্দেহে জয়ের পিছনে নেপথ্যনায়ক।
ম্যাচের পর সেই প্রসঙ্গে আরশদীপ বলেছেন, “খেলাটাকে উপভোগ করলে চ্যালেঞ্জ বলে কিছু থাকে না। আমরা সবাই ক্রিকেট উপভোগ করছি। দলের পরিবেশও দারুণ। প্রত্যেকে মানসিক ভাবে খুশি থাকি। তাই কোনও কিছুই আমাদের চ্যালেঞ্জ মনে হয় না।”
আরশদীপের সংযোজন, “আমি নিজের খেলা নিয়ে খুশি। বর্তমানে বাঁচার চেষ্টা করি। অতিরিক্ত ভেবে নিজেকে চাপে ফেলি না। সব কিছু সহজ রাখায় বিশ্বাসী। আসলে বেশি ভাবনাচিন্তা না করাই আমার সাফল্যের একটা কারণ।”
First ball ever by Arshdeep Singh in a World Cup. pic.twitter.com/m1EvuQQZHF
— Johns. (@CricCrazyJohns) October 23, 2022
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ফস্কানোর পর কেটে গিয়েছে অনেকগুলি দিন। মাঝের এই সময়ে তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়। প্রবল সমালোচনার সামনে পড়তে হয়েছে। তাঁকে ‘খলিস্তানি’ বলেও কটাক্ষ করেছেন অনেকে। সব বাধাবিপত্তি পেরিয়ে ফিরে এসেছেন মাথা উঁচু করেই। ‘গদ্দার’ থেকে ‘সর্দার’ হয়েছেন। ক্যাচ ফস্কানোর পর সেই ঘটনা নিয়ে এই প্রথম মুখ খুললেন আরশদীপ সিংহ।
বাঁ হাতি জোরে বোলার গোটা কৃতিত্বই দিয়েছেন দলকে। বলেছেন, “দলের পরিবেশ এতটাই ভাল যে এখানে বাইরের কোনও আওয়াজ আসে না। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি। খারাপ সময়ে একে অপরের পাশে দাঁড়াই। এটা সত্যিই সাহায্য করে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy