এগিয়ে রয়েছেন কারা? —ফাইল চিত্র
এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড যে ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে, তাতে দুই দলের ব্যাটার ও বোলারদের মধ্যে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা, কলিন মুনরো, যশপ্রীত বুমরা, ইশ সোধি।
এই চারজনের কেউই ১৭টি ম্যাচ খেলেননি। দুই দলের ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান নিউজিল্যান্ডের মুনরোর। তিনি নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে নেই। মোট ১২টি ম্যাচ খেলে তিনি ৪২৬ রান করেছেন। গড় ৩৮.৭২। তাঁর স্ট্রাইক রেট ১৪৮.৯৫। একটি শতরানও রয়েছে তাঁর। নিউজিল্যান্ডের এই দলে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ১১টি ম্যাচে তাঁর রান ৩২৫। গড় ২৯.৫৪, স্ট্রাইক রেট ১৩৫.৯৮। নিউজিল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ রান মুনরোর অপরাজিত ১০৯। রাজকোটে ২০১৭ সালে এই ইনিংস খেলেছিলেন তিনি।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান রোহিতের। ১৩টি ম্যাচে তিনি ৩৩৮ রান করেছেন। গড় ৩০.৭২, স্ট্রাইক রেট ১৩৭.৯৫। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের কোও ব্যাটারের শতরান নেই। ইনিংসে সর্বোচ্চ রান তাঁরই। সঙ্গে রয়েছেন শিখর ধবনও। ২০১৭ সালে দিল্লিতে একই ম্যাচে দু’জনে ৮০ রান করেছিলেন।
বোলারদের মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছেন ইশ সোধি। নিউজিল্যান্ডের এই লেগস্পিনারের ১২ ম্যাচে ১৭ উইকেট রয়েছে। গড় ১৯.০৫। সব দেশ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও সোধিরই। ইনিংসে সেরা বোলিং মিচেল স্যান্টনারের। ২০১৬ সালে নাগপুরে তিনি ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন।
ভারতীয় বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি উইকেট নিয়েছেন বুমরা। নয় ম্যাচে ২১.৩০ গড়ে তাঁর উইকেট সংখ্যা ১০। ভারতীয়দের মধ্যে ইনিংসে সেরা বোলিংও তাঁরই। ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে একটি ম্যাচে তিনি ১২ রানে ৩ উইকেট নিয়েছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy