Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Virat Kohli

T20 World Cup 2021: শামির পাশে দাঁড়ানোয় বিরাট-কন্যাকে ধর্ষণের হুমকি, অভিযুক্ত ব্যক্তি পাকিস্তানি নন, ভারতীয়

পাকিস্তানের কাছে হারের পর সমালোচিত হন মহম্মদ শামি। নিউজিল্যান্ড ম্যাচের আগে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া বার্তা দিয়েছিলেন কোহলী।

শামির পাশে দাঁড়ানোয় কোহলীর মেয়েকে ধর্ষণের হুমকি।

শামির পাশে দাঁড়ানোয় কোহলীর মেয়েকে ধর্ষণের হুমকি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ২২:৪১
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সমালোচিত হয়েছিলেন মহম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া বার্তা দিয়েছিলেন বিরাট কোহলী। এই ‘অপরাধে’ তাঁর দশ মাসের মেয়েকে দেওয়া হল ধর্ষণের হুমকি। অনেকে ভেবেছিলেন সেই কাজ পাকিস্তানের কোনও ব্যক্তির করা। তবে সোমবার জানা গেল, অত্যন্ত নিন্দনীয় এই কাজের পিছনে রয়েছে এক দক্ষিণপন্থী ভারতীয় টুইটার ব্যবহারকারী।

গত শনিবার সাংবাদিক বৈঠকে শামির সমালোচকদের দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছিলেন কোহলী। বলেছিলেন, ধর্ম নিয়ে কাউকে এ রকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নীচু স্তর। সাফ জানিয়েছিলেন, এ ধরনের জিনিস কোনও দিন বরদাস্ত করা হবে না।

এর পরেই গত ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলীর মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলী সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনও ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে।

কিন্তু সোমবার ‘বুম’ নামে একটি ওয়েবসাইটের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানের কেউ নয়, শত্রু রয়েছে ঘরেই! তেলুগুভাষী দক্ষিণপন্থী কোনও ব্যক্তির করা এই টুইট, যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করত। কিছুক্ষণ পরেই অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়।

ওই ব্যবহারকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে টুইটারের তরফে কোনও উত্তর মেলেনি। তবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি তেলঙ্গানা বা হায়দরাবাদের বাসিন্দা। ওই টুইটার প্রোফাইল থেকে তেলুগু ভাষায় একাধিক টুইট রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণপন্থী একাধিক পোস্ট রিটুইট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে, যেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE