Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Shaheen Afridi

T20 World Cup 2021: কেন অনুশীলনে জাতীয় পতাকা নিয়ে এলেন শাহিনরা, ব্যাখ্যা করলেন পাকিস্তান কোচ

পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনে দেখা গেল অভিনব দৃশ্য। অনুশীলনের সময় জাতীয় পতাকা নিয়ে আসতে দেখা গেল দুই ক্রিকেটারকে।

শাহিন শাহ আফ্রিদি।

শাহিন শাহ আফ্রিদি। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৭:৫৪
Share: Save:

পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনে দেখা গেল অভিনব দৃশ্য। অনুশীলনের সময় জাতীয় পতাকা নিয়ে আসতে দেখা গেল দুই ক্রিকেটারকে। কেন দুই ক্রিকেটার জাতীয় পতাকা নিয়ে অনুশীলনে এসেছিলেন তা ব্যাখ্যা করলেন ভারপ্রাপ্ত কোচ সাকলিন মুস্তাক।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ রিজওয়ানকে দেখা যায় দেশের দু’টি পতাকা কাঁধে করে নিয়ে আসতে। অনুশীলনের মূল এলাকার পাশেই সেটি পুঁতে দেন তাঁরা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তুমুল শেয়ার হয়। পাকিস্তানের সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন ক্রিকেটারদের দেশপ্রেমে।

পরে সাকলিন বলেছেন, “এই দলটা গোটা দেশের প্রতিনিধিত্ব করছে। দেখেই মনে হচ্ছে দেশের ২২ কোটি লোক এক হয়ে আমাদের জন্যে গলা ফাটাচ্ছে।” প্রসঙ্গত, গ্রুপ বি-তে ভারত এবং নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান। আর একটি জয় সেমিফাইনালে তাদের কার্যত নিশ্চিত করে দেবে।

অন্য বিষয়গুলি:

Shaheen Afridi pakistan Saqlain Mushtaq
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE