হার্দিকের দেশে ফেরা আটকান ধোনি। ফাইল ছবি
হার্দিক পাণ্ড্যকে নিয়ে ভারতীয় শিবিরে চলছে ধোঁয়াশা। গত দু’দিনে হার্দিককে নেটে বল করতে দেখা গেলেও তার আগে তাঁকে হাত ঘোরাতে দেখা যায়নি। এর মধ্যেই সামনে এসেছে নতুন তথ্য।
জানা গিয়েছে, হার্দিককে আইপিএল-এ বল করতে না দেখে তাঁকে দেশে ফেরাতে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু তা আটকে দেন মহেন্দ্র সিংহ ধোনি। হার্দিকের ফিনিশিং দক্ষতার উপর অগাধ আস্থা রয়েছে ধোনির। সে কারণেই তাঁকে শেষ বারের মতো দেখে নিতে চেয়েছিলেন তিনি।
এক ওয়েবসাইটে ভারতীয় দলের এক সূত্র বলেছেন, “আসল কথা হল, আইপিএল-এ হার্দিক বল না করায় ওকে দেশে ফেরাতে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু ভারতীয় দলের মেন্টর ধোনি হার্দিককে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। হার্দিকের খেলা শেষ করার দক্ষতার জন্যেই এই সিদ্ধান্ত।”
Fast & Accurate!#TeamIndia #T20WorldCup pic.twitter.com/g6pVfKDsJ7
— BCCI (@BCCI) October 29, 2021
ওই সূত্রের সংযোজন, “গত ছ’মাস ধরে হার্দিকের ফিটনেস নিয়ে একের পর এক রহস্য তৈরি হয়েছে। এখন বলা হচ্ছে ওর কাঁধের চোট। ওকে খেলাতে গিয়ে একজন সম্পূর্ণ ফিট ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে না। একজন আনফিট খেলোয়াড়কে খেলানো হচ্ছে যে দলের কাজে লাগছে না। ওর জন্য যোগ্য একজন ক্রিকেটার সুযোগ পাচ্ছে না।”
প্রাক্তন নির্বাচকরাও হার্দিকের দলে থাকা নিয়ে দ্বিধাবিভক্ত। দিলীপ বেঙ্গসরকর এবং সন্দীপ পাতিল মনে করছেন, হার্দিককে দলে রাখা নিয়ে অধিনায়ক, কোচ এবং দলের আরও ভাবা দরকার ছিল। বিশ্বকাপ শুরু হওয়া পর্যন্ত হার্দিককে নিয়ে অপেক্ষা করা ঠিক হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy