মিচেল স্টার্কের বিরুদ্ধে আবার ব্যর্থ হলেন ট্রেভিস হেড। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের দ্বৈরথ দেখা গিয়েছে বেশ কয়েক বার। প্রায় সব ক্ষেত্রেই সফল হয়েছেন জোরে বোলার। রবিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও জিতলেন স্টার্ক। জাতীয় দলের সতীর্থকে দেখলেই যেন গুটিয়ে যান আগ্রাসী ব্যাটার।
এই নিয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে অষ্টম বার মুখোমুখি হয়েছিলেন স্টার্ক এবং হেড। ব্যাট হাতে আগ্রাসী মেজাজে শুরু করলেও বিশাখাপত্তনমের ২২ গজে তাঁকে দ্রুত আউট করে দিলেন স্টার্ক। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠ বার স্টার্কের বলে আউট করেন হেড। জাতীয় দলের সতীর্থের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেওয়ার আগে হেড করেন ১২ বলে ২২ রান। ৪টি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে।
সব মিলিয়ে আটটি ইনিংসে স্টার্কের ৩৪ বল খেলেছেন হেড। করেছেন ১৮ রান। আটটি ইনিংসে ছ’বারই তাঁকে আউট করলেন স্টার্ক। রবিবারের ম্যাচের আগে স্টার্কের বিরুদ্ধে হেডের সাফল্যের হার ছিল আরও কম। সাতটি ইনিংসে স্টার্কের ২৯টি বলে ৮ রান করেছিলেন হেড। আউট হয়েছিলেন পাঁচ বার। গত বছর আইপিএলেও স্টার্কের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন অজি ওপেনার।
এ দিন স্টার্ক একাই কোণঠাসা করে দেন হায়দরাবাদকে। হেড ছাড়াও তিনি আউট করেছেন ঈশান কিশন (২), নীতীশ কুমার রেড্ডি (শূন্য), উইয়ান মুলডার (৯) এবং হর্ষল পটেলকে (৫)। ৩.৪ ওভার বল করে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া অভিষেক শর্মাকে (১) প্রথম ওভারে রান আউট করার ক্ষেত্রেও অবদান রয়েছে স্টার্কের।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:০৪
পঞ্জাবের কাছে হারের পর আবার লখনউয়ের সাজঘরে গোয়েন্কা, পন্থদের কী বললেন দলের মালিক -
২২:৫৮
আবার ব্যর্থ বিরাট, ঘরের মাঠে ফিরতেই হার বেঙ্গালুরুর, চিন্নাস্বামীতে দাপট সিরাজের -
২২:৩৮
কোহলির পর এ বার রোহিতের কাছে ব্যাট চাইলেন রিঙ্কু, আবদার শুনে কী করলেন শর্মা -
২১:৩২
পুরনো দলের বিরুদ্ধে দাপট সিরাজের, বেঙ্গালুরুকে ১৬৯ রানে আটকে দিলেন গুজরাতের পেসার -
১৭:৫৬
বদলে যাচ্ছে রাজস্থানের প্রথম তিন ম্যাচের অধিনায়ক, কী ঘটল রাহুল দ্রাবিড়ের দলে?