রবিবার ম্যাচ ইডেনে। ফাইল ছবি
আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ কলকাতার ইডেনে। এর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
খেলা শেষ হওয়ার সময় রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন দক্ষিণেশ্বর এবং একটি ট্রেন কবি সুভাষ যাবে। স্মার্ট কার্ড থাকলেই ট্রেনে ওঠা যাবে। শুধু এসপ্ল্যানেড স্টেশন থেকে স্মার্ট কার্ডে টাকা ভরা যাবে বা নতুন কার্ড কেনা যাবে। এমনিতে যে ১২০টি ট্রেন রবিবার চলে, সেগুলি স্বাভাবিক ভাবেই চলবে।
দিন-রাতের এই ম্যাচ শুরু সন্ধে ৭টায়। ইডেনে খেলা থাকলে মেট্রো রেল কর্তৃপক্ষ বরাবরই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। বুধবার জয়পুরে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। দ্বিতীয় ম্যাচ শুক্রবার রাঁচিতে। শেষ ম্যাচ রবিবার ইডেনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy