এডেন মার্করাম। ছবি: টুইটার।
ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে লজ্জার নজির গড়ল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে এক দিনের ক্রিকেটে সর্বনিম্ন রান করল এডেন মার্করামের দল।
রবিবার ১১৬ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের দুই তরুণ জোরে বোলার আরশদীপ সিংহ এবং আবেশ খানের দাপটে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন প্রোটিয়া ব্যাটারেরা। এর আগে ঘরের মাঠে কোনও এক দিনের ম্যাচে এত কম রান করেনি দক্ষিণ আফ্রিকা। এত দিন পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে তাদের দেশের মাটিতে সব থেকে কম রানের ইনিংস ছিল ১১৮ রানের। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধেই সেই লজ্জার নজির গড়েছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার সেই নজির ম্লান হয়ে গেল মার্করামদের ব্যাটিং ব্যর্থতায়।
শুধু কম রানের ইনিংসই নয়, রবিবার ঘরের মাঠে সব থেকে কম রানে ৬ উইকেটও হারিয়েছে প্রোটিয়ারা। এ দিন ৫২ রানে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৬ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। সেই লজ্জাও আরও বাড়ল লোকেশ রাহুলের দলের বিরুদ্ধে।
রবিবার ক্রিকেটজীবনে এক দিনের ম্যাচে প্রথম বার ৫ উইকেট নিয়েছেন আরশদীপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম ভারতের কোনও জোরে বোলার এক দিনের ক্রিকেটে পাঁচ উইকেট পেলেন। মূলত তাঁর এবং আবেশের দাপুটে বোলিংই দক্ষিণ আফ্রিকাকে এক জোড়া লজ্জার নজির গড়তে বাধ্য করল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy