Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rohit Sharma

মুম্বইয়ের নেতৃত্ব হারানোর পর রোহিতের প্রথম ছবি প্রকাশ্যে, কেমন ছিল তাঁর অভিব্যক্তি?

শুক্রবার মুম্বইয়ের নেতৃত্ব হারিয়েছেন রোহিত। সে দিনই সন্ধ্যায় স্ত্রী রিতিকাকে নিয়ে রোহিত গিয়েছিলেন মেয়ের স্কুলের অনুষ্ঠানে। সেখানে তাঁদের মুখের অভিব্যক্তি দেখে একাধিক প্রশ্ন উঠছে।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:০৩
Share: Save:

গত শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা। ১০ বছর অধিনায়ক থাকার পর ২০২৪ সালের আইপিএল তাঁকে খেলতে হবে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে। আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির নেতৃত্ব হারানোর পর প্রথম বার স্ত্রী রিতিকা সাজদেহকে নিয়ে প্রকাশ্যে এসেছেন ভারতীয় দলের অধিনায়ক।

এখনও ভারতীয় দলের অধিনায়ক তিনি। দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। নিজেও ব্যাট হাতে ভাল খেলেছেন। কিন্তু এক দিনের বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসের মধ্যেই বদলে গিয়েছে রোহিতের জীবন। ১০ বছর অধিনায়ক থাকার পর হারিয়েছেন মুম্বইয়ের নেতৃত্ব। ঠিক কী কারণে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছেন, তা নিয়ে নানা জল্পনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে মুখে রা কাটেননি রোহিত নিজে। তবে শুক্রবার সন্ধ্যায় স্ত্রী রিতিকাকে নিয়ে মেয়ের স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানে তাঁর থমথমে মুখে বসে থাকার ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে রোহিত এবং রিতিকা পাশাপাশি বসে রয়েছেন। কার্যত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রোহিত। রিতিকার মুখ খানিকটা হাত দিয়ে ঢাকা। দু’জনের মুখই বেশ থমথমে। কিছুটা যেন হতাশ। শুক্রবার মেয়ের স্কুলের অনুষ্ঠানে রোহিত-রিতিকার ভাইরাল হওয়া এই ছবি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, রোহিতকে বেশ হতাশ, মনমরা দেখাচ্ছে। তখনও যেন বিশ্বাস করতে পারছিলেন না, যে তিনি আর মুম্বইয়ের অধিনায়ক নন।

তা হলে কি তাঁকে অন্ধকারে রেখেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে? ১০ বছরের অধিনায়ককে কেন নেতৃত্ব ছাড়ার ঘোষণা করার সুযোগ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের দাবি, রোহিত নিজেই নেতৃত্ব ছাড়ার বিষয়টি জানালে এত জল্পনা তৈরি হত না। মুম্বই কি তাঁকে সেই প্রস্তাব দিয়েছিল? রোহিত কি রাজি ছিলেন না? এর মধ্যেই জানা গিয়েছে, হার্দিক নাকি মুম্বইয়ে ফিরেছেন অধিনায়ক করতে হবে এই শর্ত দিয়েই।

রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করায় সমাজমাধ্যমে এক ধাক্কায় অনেকটা কমেছে মুম্বই ইন্ডিয়ান্সের জনপ্রিয়তা। পরিস্থিতি সামলাতে মুম্বইয়ের পক্ষে মাহেলা জয়বর্ধনেকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে। তাতে অবশ্য ক্রিকেটপ্রেমীদের একাংশের ক্ষোভ কমছে না। শুক্রবার সন্ধ্যায় মেয়ের স্কুলের অনুষ্ঠানে রোহিত-রিতিকার মুখ গোমড়া ছবি ভাইরাল হতে সেই ক্ষোভ আরও বৃদ্ধি পেতে শুরু করেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE