Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
ICC

বিসিসিআই, সিএবিতে না থাকলেও শেষ পর্যন্ত আইসিসিতে থেকে গেলেন সৌরভ, কী ভাবে হল

আইসিসির চেয়ারম্যান পদে তাঁকে লড়তে দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদেও তিনি লড়েননি। তবু আইসিসির একটি পদে থেকে গেলেন সৌরভ। কী ভাবে?

আইসিসিতে নিজের পদ ধরে রাখলেন সৌরভ।

আইসিসিতে নিজের পদ ধরে রাখলেন সৌরভ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৯:১৯
Share: Save:

ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনও পদে তিনি নেই। সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর ক্রিকেট প্রশাসন থেকেই সরে গিয়েছেন তিনি। তা সত্ত্বেও আইসিসি-তে থেকে গেলেন তিনি। ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ। গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের প্রসার বাড়াতে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ক্রিকেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়ে থাকে এই কমিটি।

গত নভেম্বরে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আসেন সৌরভ। অনিল কুম্বলের জায়গায় দায়িত্ব নেন তিনি। তার আগে ন’বছর এই কমিটির চেয়ারম্যান পদে ছিলেন কুম্বলে। সেই সময় ডিআরএস এবং রহস্যজনক বোলিং অ্যাকশন নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কারণে কুম্বলেকে ধন্যবাদ জানান সৌরভ। কত দিনের জন্য সৌরভ এই দায়িত্বে থাকবেন, তা অবশ্য বলা হয়নি।

এ দিকে, শনিবার আইসিসির চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় বার নির্বাচিত হলেন গ্রেগ বার্কলে। আগামী দু’বছরের জন্য তিনি ক্ষমতায় থাকবেন। প্রত্যাশা মতোই ভারতের জয় শাহও পদ পেলেন। আর্থিক এবং বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন তিনি। প্রসঙ্গত, বিসিসিআই এ বার কোনও প্রার্থী দেয়নি। তারা সমর্থন করেছে বার্কলেকেই।

বার্কলেকে কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। শেষ মুহূর্তে লড়াই থেকে সরে যান জ়িম্বাবোয়ের তাভেঙ্গোয়া মুকুলানি। ফলে বাকিদের সমর্থন পেয়ে সহজেই নির্বাচিত হন বার্কলে। পুনর্নিবাচিত হওয়ার পর বলেছেন, “আইসিসির চেয়ারম্যান পদে দ্বিতীয় বার নির্বাচিত হতে পেরে সম্মানিত। গোটা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য গত দু’বছরে আমরা অনেক কাজ করেছি।”

অকল্যান্ডের বাণিজ্যিক আইনজীবী বার্কলে এর আগে নিউজ়িল্যান্ড ক্রিকেটের প্রধান ছিলেন। ২০২০-র নভেম্বরে প্রথম বার আইসিসির চেয়ারম্যান হন। ২০১৫-য় ৫০ ওভারের বিশ্বকাপে ডিরেক্টর পদে ছিলেন তিনি। অর্থাৎ ক্রিকেটে তাঁর ভালই অভিজ্ঞতা।

অন্য দিকে, আইসিসির চেয়ারম্যান না হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির প্রধান হলেন জয়। আইসিসির এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “আইসিসির প্রত্যেক সদস্যই জয়কে এই পদে মেনে নিয়েছেন।” আইসিসির সদস্য দেশগুলি লভ্যাংশের কতটা পাবে, স্পনসরশিপ চুক্তি কী ভাবে পরিচালনা করা হবে সবই ঠিক করবে এই কমিটি। এর আগে এই কমিটির প্রধান হিসাবে ভারতের কারওর বসা নিশ্চিত ছিল। এন শ্রীনিবাসন সে ভাবেই সব ‘ব্যবস্থা’ করে রেখেছিলেন। কিন্তু শশাঙ্ক মনোহর এসে সে সব প্রথা তুলে দেন।

অন্য বিষয়গুলি:

ICC Sourav Ganguly BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy