চোটের কারণে দীর্ঘ দিন ধরেই খেলার বাইরে রয়েছেন মায়াঙ্ক যাদব। গত আইপিএলে ১৫০ কিলোমিটারে বল করে চমকে দেওয়া জোরে বোলার এ বার একটিও ম্যাচ খেলতে পারেননি। তবে অপেক্ষা শেষ হতে চলেছে। লখনউ দলে যোগ দিতে চলেছেন মায়াঙ্ক।
জানা গিয়েছে, ১৫ এপ্রিল লখনউ শিবিরে যোগ দেবেন মায়াঙ্ক। তাঁকে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের তরফে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তিনি খেলার জন্য ফিট হয়ে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লখনউয়ের দল পরিচালন সমিতি। তারা আপাতত পর্যবেক্ষণে রাখবে মায়াঙ্ককে। লখনউ দলের চিকিৎসকেরা সন্তুষ্ট হলেই খেলতে পারবেন মায়াঙ্ক।
গত আইপিএলে মাত্র চারটি ম্যাচ খেলে চোট পেয়েছিলেন মায়াঙ্ক। তবে প্রতিভা দেখে ১১ কোটি টাকায় তাঁকে ধরে রাখে লখনউ। সেই চোট সারিয়ে ভারতের হয়ে কয়েকটি ম্যাচ খেলে আবার চোট পান মায়াঙ্ক। সেই চোটই সম্প্রতি সারিয়েছেন তিনি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাঁর সুস্থ হয়ে ওঠার কথা ছিল। কিন্তু গোড়ালির চোটের কারণে ফেরা আরও কিছুটা পিছিয়ে যায়।
আরও পড়ুন:
মায়াঙ্ক ফিরলে তা লখনউ দলকে আরও শক্তিশালী করবে। এমনিতেই ফর্মে রয়েছেন শার্দূল ঠাকুর। সঙ্গে রয়েছেন আবেশ খান, আকাশ দীপের মতো জোরে বোলার। মায়াঙ্ক দলে যোগ দিলে বিকল্প আরও বাড়বে। এই মুহূর্তে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে লখনউ। সোমবার তারা খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে।