রাজ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ শিক্ষকতার সুযোগ রয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। স্কুল অফ এডুকেশনের তরফে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। এই পদে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে। নিয়োগের পর প্রতি মাসে শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক পারিশ্রমিক দেওয়া হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্তরা। সে ক্ষেত্রেও কিছু শর্তাবলি রয়েছে।
আরও পড়ুন:
আবেদনকারীকে ইউজিসি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২১ এপ্রিল বেলা দেড়টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের ১টার মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি সঙ্গে রাখা প্রয়োজন, তা জানতে প্রথমে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য ও শর্তাবলি জানা যাবে।