শাহবাজ আহমেদ। ফাইল চিত্র
জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বাংলার শাহবাজ আহমেদ। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতে বা বুধবার সকালে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় নেওয়া হচ্ছে শাহবাজকে। কাউন্টি খেলতে গিয়ে বাঁ-কাঁধে চোট পেয়ে জিম্বাবোয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সুন্দর। তাঁর পরিবর্তে পাঠানো হচ্ছে শাহবাজকে। এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো না হলেও বাংলার অলরাউন্ডারকেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচ ১৮ অগস্ট, দ্বিতীয় ম্যাচ ২০ অগস্ট, তৃতীয় ম্যাচ ২২ অগস্ট।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন এই বাঁহাতি অলরাউন্ডার। ১৬ ম্যাচে ২১৯ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১২০.৯৯। চারটি উইকেটও নেন। অনুশীলনের মধ্যেই রয়েছেন শাহবাজ। তিনি বাংলা দলের সঙ্গে ইডেনের ইন্ডোরে নিয়মিত অনুশীলন করছেন।
মহম্মদ শামির পর শাহবাজই বাংলা থেকে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy