কোহলীদের সঙ্গে স্কটল্যান্ডের ক্রিকেটাররা। ছবি: টুইটার থেকে
মাঠে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ৮৫ রানে বিপক্ষকে আটকে রাখা এবং সেই রান মাত্র ৬.৩ ওভারে তুলে নেওয়া— শুক্রবার স্কটল্যান্ডকে দুরমুশ করে জেতে ভারত। নিজেদের নেট রান রেটও বাড়িয়ে নেয় অনেকটা। খেলা শেষে সেই ভারতীয় দলের সাজঘরে ঢোকার ইচ্ছা প্রকাশ করেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা। না করেননি বিরাট কোহলীরাও।
সেই ছবি পোস্ট করে স্কটল্যান্ড দল। সেখানে কোহলী, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় স্কটল্যান্ডের ক্রিকেটারদের। ভারতীয় সাজঘরে কাটানো সময়টাকে ‘অমূল্য’ বলেছে স্কটল্যান্ড। ধারে ভারে ভারতের সঙ্গে স্কটল্যান্ডের দলের তফাৎ অনেকটাই। শুধুমাত্র প্রতিভার তফাৎ নয়, আর্থিক দিক থেকেও স্কটল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ভারত।
ভারতীয় বোর্ডও সেই সাক্ষাতের ভিডিয়ো পোস্ট করে। বিসিসিআই লেখে, ‘স্কটল্যান্ড ভারতের সাজঘরে আসতে চেয়েছিল। ভারতীয় দল চেষ্টা করেছে তাদের নিজেদের ঘরের মতো অনুভব করাতে।’ স্কটল্যান্ডের তরফে কোহলী এবং তাঁর দলকে সম্মান জানানো হয়েছে সময় দেওয়ার জন্য।
Huge respect to @imVkohli and co. for taking the time 🤜🤛 pic.twitter.com/kdFygnQcqj
— Cricket Scotland (@CricketScotland) November 5, 2021
MUST WATCH: #SpiritOfCricket was at its best as Scotland expressed their wish to visit the #TeamIndia dressing room & our boys made them feel at home🤝👌👌 - By @Moulinparikh
— BCCI (@BCCI) November 6, 2021
Special feature 🎥 🔽 #T20WorldCup #INDvSCO https://t.co/pfY3r9evwH pic.twitter.com/g6g6A86zve
স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতে নেট রান রেটে সকলের উপরে উঠে এসেছে ভারত। পয়েন্টের বিচারে তিন নম্বরে কোহলীরা। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy