মরসুমের মাঝপথে দায়িত্ব নিলেন জাভি ছবি: টুইটার থেকে।
মরসুমের মাঝপথেই কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোনাল্ড কোম্যানকে। এ বার বার্সেলোনার কোচের দায়িত্ব পেলেন ক্লাবের প্রাক্তন মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। ক্লাবের তরফে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে।
শনিবার সকালে বার্সার তরফে জাভির একটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘জাভির সঙ্গে ক্লাবের চুক্তি সম্পন্ন হয়েছে। চলতি মরসুমের বাকি ম্যাচ এবং আগামী দুই মরসুমের জন্য তিনি প্রথম দলের কোচ হচ্ছেন।’ ফিরে আসার জন্য ক্লাবের তরফে জাভিকে স্বাগত জানানো হয়।
𝑀𝑖𝑠𝑡𝑒𝑟 X6VI pic.twitter.com/r7Z4Y4fB0L
— FC Barcelona (@FCBarcelona) November 6, 2021
বার্সার হয়ে ১৭ বছর খেলেছেন জাভি। দলে তাঁর সঙ্গে ইনিয়েস্তা ও মেসির খুব ভাল বোঝাপড়া ছিল। এই ত্রয়ীর দাপটে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে-সহ বহু ট্রফি জিতেছে বার্সা। ক্লাবের হয়ে ৭৬৭ ম্যাচ খেলে ২৫টি ট্রফি জিতেছেন জাভি। তার মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও আটটি লা লিগা ট্রফি রয়েছে।
অবসর নেওয়ার পরে কাতারের ক্লাব আল-সাদের কোচ হয়ে গিয়েছিলেন জাভি। কিন্তু কোম্যান দায়িত্ব নেওয়ার পরে বার্সার পারফরম্যান্স খারাপ হওয়ায় জাভিকে দায়িত্ব নেওয়ার আবেদন জানায় ক্লাব। বেশ কিছু দিন ধরে কথা চলছিল। অবশেষে চুক্তি পাকা হল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy