আইপিএলে চেন্নাই বনাম বেঙ্গালুরু লড়াই বরাবরই অন্য মাত্রা পায়। দক্ষিণের যুদ্ধ বলা হয় এই ম্যাচকে। পরের আইপিএল শুরু হওয়ার তিন মাস আগে লড়াই আরও উস্কে দিলেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের অধিনায়ক এক অনুষ্ঠানে গিয়ে এমন একটি মন্তব্য করেছেন যা খুশি করেছে চেন্নাই সমর্থকদের। আরসিবি সমর্থকেরা ক্ষুব্ধ।
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রুতুরাজ। সঞ্চালক তাঁর দিকে কিছু বলার জন্য মাইক এগিয়ে দিয়েছিলেন। তবে সেটি ‘অন’ করতে ভুলে গিয়েছিলেন আয়োজকেরা। সঞ্চালক তখন মজা করেই বলেন, “আপনারা কী করে রুতুরাজের মাইক অন করতে ভুলে গেলেন?” রুতুরাজও কম যান না। তিনি পাল্টা বলেন, “নিশ্চয়ই কোনও আরসিবি সমর্থকের কাজ।”
অনুষ্ঠানে ছিলেন অনেক চেন্নাই সমর্থকেরা। তাঁরা সোৎসাহে চিৎকার করে ওঠেন। সমর্থন জানান রুতুরাজের মন্তব্যকে। তবে অনুষ্ঠানটি বেঙ্গালুরুতে হওয়ায় অনেকেই খুশি হতে পারেননি। তবে বিষয়টি নিয়ে বিতর্ক বাড়াননি কেউই।
আরও পড়ুন:
আইপিএলের নিলামে মহেন্দ্র সিংহ ধোনিকে ধরে রাখলেন চেন্নাইকে আগামী মরসুমে রুতুরাজই যে নেতৃত্ব দেবেন তা একপ্রকার নিশ্চিত। তবে বেঙ্গালুরু কোনও নেতা গোছের ক্রিকেটার কেনেনি। বিক্রি করে দিয়েছে ফাফ ডুপ্লেসিকেও। ফলে আগামী মরসুমে বিরাট কোহলির নেতৃত্বে ফেরার একটা সম্ভাবনা থাকছে।