শনিবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। অজিঙ্ক রাহানের দলের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্লে-অফে উঠতে গেলে আর পা হড়কালে চলবে না। তা ছাড়া, এই ম্যাচ কেকেআরের কাছে জবাব দেওয়ারও। কারণ, গত বারের ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আয়ার আবার নামবেন ইডেনে। এমনিতেই ঘরের মাঠে কেকেআরকে হারিয়েছে পঞ্জাব। এ বার ইডেনেও জিতে গেলে কেকেআরের মুখ লুকোনোর জায়গা থাকবে না।
ইডেনের পিচ কোন দিন কী আচরণ করবে বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে, গুজরাতের বিরুদ্ধে যে উইকেটে ম্যাচ হয়েছিল সেই পিচেই খেলা হবে। সেই ম্যাচে পরে ব্যাট করে হেরেছিল কেকেআর। জিততে গেলে সবার আগে ঠিকঠাক দল নির্বাচন করতে হবে।
আন্দ্রে রাসেল চলতি আইপিএলে একটা ম্যাচেও ভাল খেলতে পারেননি। ব্যাটে-বলে দু’বিভাগেই তিনি ব্যর্থ। আর তাঁকে বয়ে বেড়ানোর অর্থ নেই। এ বার সুযোগ এসেছে রভমান পাওয়েলকে খেলানোর। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারকে শনিবার পঞ্জাবের বিরুদ্ধে নামতে দেখলে অবাক হওয়ার কিছু নেই।
ঠিক তেমনই মইন আলি হয়তো প্রথম একাদশে থাকবেন না। ইডেনের পিচে তাঁর স্পিনের সুবিধা পাওয়া যাচ্ছে না। যতই ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে আসুন, তাঁর খেলার সম্ভাবনা কম। অনরিখ নোখিয়া গত ক’দিন ধরেই ভাল অনুশীলন করছেন। তিনি প্রথম একাদশে ফিরতে পারেন।
রহমানুল্লাহ গুরবাজ়কে দিয়ে আগের ম্যাচ খেলানোর সিদ্ধান্ত ঠিক ছিল না। কারণ গুরবাজ়ের চেয়ে যে কোনও দিন কুইন্টন ডি’কক ভাল। তাঁকেই প্রথম একাদশে ফেরানো উচিত। সঙ্গে থাকবেন সুনীল নারাইন। তিনে নামানো দরকার অঙ্গকৃশ রঘুবংশীকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নামিয়ে রঘুবংশীর থেকে সেরাটাই বার করে আনতে পারছে না কেকেআর।
চারে নামবেন অজিঙ্ক রাহানে। পাঁচে বেঙ্কটেশ আয়ার। ছয়ে রিঙ্কু সিংহ এবং সাতে পাওয়েল। ম্যাচের প্রয়োজনে পাওয়েলকে উপরে তুলে আনাও যেতে পারে। আটে থাকবেন রমনদীপ সিংহ।
বোলিং বিভাগে হর্ষিত রানা এবং বৈভব অরোরার সঙ্গেই থাকবেন নোখিয়া। সঙ্গে স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী এবং নারাইন। পাওয়েলকে দিয়েও বল করানো যেতে পারে।
আরও পড়ুন:
পঞ্জাবের প্রথম একাদশে খুব বেশি বদলের সম্ভাবনা নেই। গত কয়েকটি ম্যাচে ছন্দে নেই প্রিয়াংশ আর্য। তবে একটা ভাল ইনিংস তাঁকে ছন্দে ফেরাতে পারে। তাঁর সঙ্গে থাকবেন প্রভসিমরন সিংহ। তিনে নামবেন শ্রেয়স আয়ার। গত কয়েকটি ম্যাচে রান না পাওয়া শ্রেয়সের কাছে ইডেন হাতের তালুর মতোই চেনা। ফর্মে ফেরার জন্য এর থেকে ভাল ম্যাচ হতে পারে না। তা ছাড়া, প্রথম পর্বে কেকেআরের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার জ্বালাও রয়েছে।
ইডেনের কথা ভেবে জশ ইংলিসের জায়গায় গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরানো হতে পারে। থাকবেন মার্কাস স্টোইনিসও। এ ছাড়া নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিংহ, মার্কো জানসেন, অর্শদীপ সিংহ, যুজবেন্দ্র চহালরা থাকছেনই। তবে হরপ্রীত ব্রারের জায়গায় পঞ্জাব আবার যশ ঠাকুরকে ফেরায় কি না, সেটাই দেখার।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ