বিরাট কোহলি। আবার কি বেঙ্গালুরুর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে? —ফাইল চিত্র।
আইপিএলের নিলামের আগে ফাফ ডুপ্লেসিকে ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, আগামী মরসুমে নতুন অধিনায়ক পাচ্ছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ধরে রেখেছে তারা। গত মরসুমে ১৫ কোটি টাকা পেতেন কোহলি। আগামী মরসুমে তাঁকে ২১ কোটি টাকা দেওয়া হবে। তবে কি আবার কোহলিকেই অধিনায়ক করবে বেঙ্গালুরু? জল্পনা আরও বাড়িয়ে দিলেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট।
ডুপ্লেসিকে ধরে না রাখলেও এত দিন অধিনায়কের বিষয়ে কিছু জানায়নি বেঙ্গালুরু। এই প্রসঙ্গে বোবাট বলেন, “আমরা অধিনায়ক নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। কোহলি আবার অধিনায়ক হবে কি না সে বিষয়ে এখনই কিছু বলতে পারব না। আমরা বিকল্প খোলা রাখছি। এ কথা স্পষ্ট যে আমরা ডুপ্লেসিকে রাখছি না। আমরা নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চাইছি। তার পরেই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেব।”
কোহলিকে অধিনায়ক ঘোষণা না করলেও তিনি যে অধিনায়ক হবেন না, তা-ও বলেননি বোবাট। অর্থাৎ, তিনি অধিনায়ক হতেও পারেন। এ বারের নিলামে গত বারের তিন ভারতীয় অধিনায়ক উঠবেন। শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। তাঁদের মধ্যে রাহুল আগে বেঙ্গালুরুতে খেলেছেন। তাঁদের মধ্যেও কাউকে অধিনায়ক হিসাবে ভাবতে পারে তারা।
২০২১ সালে নিজেই বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। সে বার নিলামে ডুপ্লেসিকে কিনে তাঁকে অধিনায়ক করে দল। গত তিন বছর তিনিই অধিনায়ক ছিলেন। বেঙ্গালুরু খুব খারাপ না খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। জানা গিয়েছে, কোহলির ব্যাপারে এখনও জল্পনা জিইয়ে রাখছে বেঙ্গালুরু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy