আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল, রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। —ফাইল চিত্র
ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে রাহুল ওই পদের জন্য তাঁর আবেদনপত্র জমা দিয়েছেন। ফলে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিল, তা সত্যি হল। বিশ্বকাপ শেষ হলে কোহলীদের নতুন হেডমাস্টার হওয়াটাও হয়তো এখন নিছক সময়ের অপেক্ষা।
বিরাট কোহলীদের কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। কখনও শোনা গিয়েছে অনিল কুম্বলের নাম, কখনও উঠে এসেছে ভিভিএস লক্ষ্মণের নাম। আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল, রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। তাঁর বেতনও ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েক দিন আগেই জানিয়েছিলেন, দ্রাবিড়ের সঙ্গে কথা হলেও তিনি এখনও কিছু জানাননি।
Former India captain Rahul Dravid applies for position of national team's head coach: BCCI source
— Press Trust of India (@PTI_News) October 26, 2021
মঙ্গলবারই ছিল কোচের পদে আবেদন জমা দেওয়ার শেষ দিন। সংবাদ সংস্থার খবর, মঙ্গলবার বিকেলেই নিজের আবেদনপত্র জমাদের রাহুল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy