বোলিং ভুগিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। ২০৯ রান করেও আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে তারা। তবে তার মাঝেই ভাল খবর দলে। চোট সারিয়ে ফিরতে চলেছেন পৌনে ১০ কোটি টাকার পেসার।
চোটের কারণে জানুয়ারি মাসের পর থেকে আর খেলতে পারেননি আবেশ খান। রঞ্জির পর আইপিএলেও মরসুমের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ফলে বোলিং দুর্বল হয়েছে লখনউয়ের। জানা গিয়েছে, এখন সম্পূর্ণ সুস্থ আবেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সবুজ সঙ্কেত পেয়েছেন তিনি। বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর দলের সঙ্গে খুব তাড়াতাড়িই যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লখনউ। সেই ম্যাচে মাঠে নামতে পারেন আবেশ।
দিল্লির বিরুদ্ধে লখনউ যে দল খেলিয়েছে তাতে দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদবের মতো অনামী বোলারদের খেলাতে হয়েছে। তার ফলে দলের সমস্যা হয়েছে। দিগ্বেশ ভাল বল করলেও প্রিন্স চার ওভারে ৪৭ রান দিয়েছেন। আবেশ ফিরলে প্রিন্সের বদলে তাঁর খেলার সম্ভাবনা। লখনউ দলে শার্দূল ঠাকুর রয়েছেন। শার্দূল ও আবেশের জুটি ভরসা জোগাবে ঋষভ পন্থকে।
আরও পড়ুন:
লখনউয়ের পেসার মহসিন খান চোটের কারণে এ বারের আইপিএল থেকে বিদায় নিয়েছেন। আর এক পেসার মায়াঙ্ক যাদবও চোটে রয়েছেন। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। তাঁরও ফিরতে কয়েক দিন লাগবে। এই চোটের সমস্যা ভোগাতে পারে দলকে। তার মাঝে আবেশের ফেরার খবর কিছুটা হলেও স্বস্তি দেবে সঞ্জীব গোয়েন্কাদের।
২০২২ ও ২০২৩ সালে লখনউয়ে খেললেও ২০২৪ সালে আবেশকে কিনেছিল রাজস্থান রয়্যালস। এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় রাজস্থান। নিলামে ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় আবেশকে আবার কেনে লখনউ। এখন দেখার মাঠে ফিরে আবেশ কেমন বল করেন।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:৫০
অপরাজিত ৯৭ রানের নেপথ্যে ১০ দিনের প্রস্তুতি, ম্যাচ জিতে কলকাতার প্রশংসায় ডি’কক -
২৩:৪৯
জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন রাহানে, সাহসী ক্রিকেটেই সাফল্য, দাবি কেকেআর অধিনায়কের -
২৩:০১
৫ কারণ: রাজস্থানকে গুয়াহাটির মাঠে হারিয়ে কী ভাবে জয়ে ফিরল কলকাতা -
২২:৫৭
বর্ষাপারে স্বস্তি পেল কেকেআর, ডি’ককের বর্ষণে ৮ উইকেট জয় কলকাতার, চিন্তা রইল শুধু জনসনকে নিয়ে -
২১:১৯
আইপিএলে বোলারদের এ বার মনোবিদ দেখাতে হবে, কেন এমন বললেন অশ্বিন