সোমবার টুইট করে পঞ্জাব কিংসের তরফে ময়ঙ্ককে অধিনায়ক ঘোষণা করার কথা জানানো হয়। টুইটে ময়ঙ্কের একটি অডিয়ো বার্তাও দেওয়া হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, পঞ্জাব কিংসের অধিনায়কত্ব পেয়ে তিনি খুশি ও সম্মানিত।
পঞ্জাবের দায়িত্ব ময়ঙ্কের হাতে ফাইল চিত্র
তিনি জানিয়েছিলেন, অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি। সেই ময়ঙ্ক অগ্রবালকেই নতুন মরসুমের আগে দলের অধিনায়ক ঘোষণা করল পঞ্জাব কিংস। আইপিএল-এর মেগা নিলামের আগে যে দুই ক্রিকেটারকে পঞ্জাব ধরে রেখেছিল তার মধ্যে এক জন ময়ঙ্ক। তাই তাঁর উপরেই ভরসা দেখাল ফ্র্যাঞ্চাইজি।
সোমবার টুইট করে পঞ্জাব কিংসের তরফে ময়ঙ্ককে অধিনায়ক ঘোষণা করার কথা জানানো হয়। টুইটে ময়ঙ্কের একটি অডিয়ো বার্তাও দেওয়া হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, পঞ্জাব কিংসের অধিনায়কত্ব পেয়ে তিনি খুশি ও সম্মানিত।
🚨 Attention #SherSquad 🚨
— Punjab Kings (@PunjabKingsIPL) February 28, 2022
Our 🆕© ➜ Mayank Agarwal
Send in your wishes for the new #CaptainPunjab 🎉#SaddaPunjab #PunjabKings #TATAIPL2022 @mayankcricket pic.twitter.com/hkxwzRyOVA
২০১৮ সালে নিলামে ১ কোটি টাকাতে ময়ঙ্ককে কিনেছিল পঞ্জাব। তার পর থেকে পঞ্জাবেই রয়েছেন তিনি। কিছু দিন আগে দলের অন্যতম মালিক মোহিত বর্মন ইঙ্গিত দিয়েছিলেন যে ময়ঙ্ক দলের অধিনায়ক হতে পারেন। এক সাক্ষাৎকারে ময়ঙ্কও জানিয়েছিলেন তিনি অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি। তিনি বলেন, ‘‘আমাকে যদি অধিনায়ক করা হয়, আমি সেটার জন্য তৈরি। ক্রিকেটার হিসাবে আমার যা করার সেটাই করব। আমার থেকে দল যা চাইবে, সেটাই দেওয়ার জন্য প্রস্তুত।”
এ বার নিলামে শিখর ধবনের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে তুলে নিয়েছে পঞ্জাব। জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটাররাও রয়েছেন দলে। তার পরেও ঘরের ছেলে ময়ঙ্কের উপরেই ভরসা দেখাল দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy