বাবর আজম। ছবি: এক্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে মরিয়া পাকিস্তান। গত বার ফাইনালে উঠেও হারের পরে এ বার তারা ট্রফি চাইছে। সাফল্য পেতে বিশেষ ভাবনা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে দু’বারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্যর ভিভ রিচার্ডসকে দলের মেন্টর হিসাবে নিয়োগ করতে চাইছে তারা।
অতীতে ২০১৬ সালে পাকিস্তান সুপার লিগের দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মেন্টর হিসাবে কাজ করেছেন রিচার্ডস। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি চাইছেন বড় কোনও নামকে বাবর আজমের দলের সঙ্গে জুড়ে দিতে। পাশাপাশি, সুপার এইটের বেশির ভাগ ম্যাচ যে হেতু ওয়েস্ট ইন্ডিজ়ে, তাই রিচার্ডসের অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
পাক বোর্ডের এক সূত্র বলেছেন, “বিশ্বকাপের সময় স্যর রিচার্ডসের সংবাদমাধ্যমের কিছু কাজ রয়েছে। কিন্তু চেষ্টা করা হচ্ছে ওঁকে পাকিস্তান দলে যুক্ত করার। একটাই কারণ, ওঁর প্রতি পাকিস্তান ক্রিকেটারদের অসম্ভব সমীহ রয়েছে।”
গত দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টরের দায়িত্ব সামলেছিলেন ম্যাথু হেডেন। সেই দু’বার পাকিস্তান যথাক্রমে সেমিফাইনাল এবং ফাইনালে উঠেছিল।
পাক বোর্ড সূত্রে খবর, একজন বিদেশি মুখ্য কিউরেটর নিয়োগ করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান নকভি। অস্ট্রেলিয়ার টনি হেমিংস দৌড়ে এগিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy