চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে তারা। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। তাদের সামনে সম্মানরক্ষার শেষ সুযোগ। যদি বাংলাদেশের কাছেও হারতে হয় তা হলে একাধিক লজ্জার নজির তৈরি করবে পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আজ পর্যন্ত গত বারের ট্রফিজয়ী দল পরের বার একটিও ম্যাচ জেতেনি, এমন ঘটনা ঘটেনি। পাকিস্তান ২০১৭ সালে ট্রফি জিতে এ বার প্রথম দু’টি ম্যাচে হেরেছে। যদি বাংলাদেশের কাছে হারে তা হলে লজ্জার নজির তৈরি করবে।
২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও ২০১৩ সালে গ্রুপ পর্বে একটিও ম্যাচে জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেখান থেকে এক পয়েন্ট পেয়েছিল।
বাংলাদেশের কাছে হারলে প্রথম আয়োজক দেশ হিসাবে একটিও ম্যাচ না জিতে প্রতিযোগিতা শেষ করবে পাকিস্তান। কেনিয়ার পরে তারাই হবে দ্বিতীয় দেশ যাদের এই নজির হবে।
ইতিমধ্যেই দ্বিতীয় আয়োজক দেশ হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার নজির গড়েছে পাকিস্তান। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকাও আয়োজক দেশ হয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। সেই একই নজির এ বার পাকিস্তানেরও।
আরও পড়ুন:
পাশাপাশি, গত বার ট্রফি জিতেও পরের বার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার তালিকায় চতুর্থ দেশ হিসাবে নাম লিখিয়েছে পাকিস্তান। এই নজির রয়েছে ভারত, শ্রীলঙ্কা (২০০২) এবং অস্ট্রেলিয়ার (২০১৩)।