ইমরানের প্রশংসা। —ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানকে হারিয়েই সেমিফাইনালের রাস্তা সহজ করল পাকিস্তান। জিতে উঠে রশিদ খানদের দলকেই শুভেচ্ছা জানালেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রীর মতে ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে দুর্দান্ত উন্নতি করেছে আফগানিস্তান।
আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। ইমরান টুইট করে লেখেন, ‘পাকিস্তান দলকে শুভেচ্ছা। আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলল। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও দেশকে এত তাড়াতাড়ি উন্নতি করতে দেখিনি। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ওরা। এরকম লড়াইয়ের শক্তি এবং প্রতিভা নিয়ে আফগানিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল।’
পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে দ্রুত চার উইকেট হারানোর পরেও ১৪৭ রান তুলে নেয় আফগানিস্তান। লড়াই করার মতো রান তুলে ফেলেন মহম্মদ নবিরা। বল করতে নেমে পাকিস্তানকে বেশ চাপে ফেলে রশিদরা। চার ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন রশিদ। ১৯তম ওভারে চারটি ছয় মেরে পাকিস্তানকে জেতান আসিফ আলি।
Congratulations Team Pakistan. Impressive cricket by Team Afghanistan. Never have I seen a cricketing nation rise as rapidly as Afghanistan in international cricket & become so competitive. With this competitive spirit & talent the future of cricket is bright in Afghanistan.
— Imran Khan (@ImranKhanPTI) October 29, 2021
ছন্দে থাকা পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। ভারত, নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারানো পাকিস্তানের আর একটু হলে পা কাটছিল আফগানিস্তানের ‘পচা শামুকে’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy