বেশ কিছু দিন ধরে ফর্মে নেই বাবর আজ়ম। তবু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দিয়েই ইনিংস শুরু করার কথা ভাবছে পাকিস্তান শিবির। কেন এমন সিদ্ধান্ত? পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানিয়েছেন, বিশেষ কারণেই বাবরকে শুরুতে পাঠানো হচ্ছে। বাবর চেনা ফর্মে না থাকলেও পরিবর্তনের কথা ভাবছেন না তিনি।
বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। তাঁকে যত বেশি সম্ভব বল খেলার সুযোগ দিতে চান জাভেদ। সাধারণ এই ক্রিকেটীয় যুক্তি ছাড়া আরও একটি কারণ রয়েছে বাবরকে দিয়ে ওপেন করানোর। পাকিস্তানের কোচ বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে ছিল বাবর। তাও প্রতিটি ম্যাচে বাবরকে প্রথম ওভারেই নামতে হয়েছিল। সাইম আয়ুব চোট পাওয়ায় টেস্টেও বাবরকে দিয়ে ওপেন করাতে হয়। আমাদের এখানকার পিচে শুরুতে ব্যাট করা কঠিন নয়। আমরা চাই দলের সেরা ব্যাটার পাওয়ার প্লের সুবিধা ভাল ভাবে কাজে লাগাক। আমাদের দলের এটাই পরিকল্পনা। এখানে বাবরের ওপেন করতে সমস্যা হওয়ার কথা নয়। গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বাবর বড় ইনিংস খেলবে বলেই আমার আশা।’’
ত্রিদেশীয় সিরিজ়ে পাকিস্তান তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে। ফাইনালেও হারতে হয়েছে। তা নিয়ে চিন্তিত নন জাভেদ। তাঁর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল কিছু করার ক্ষমতা মহম্মদ রিজ়ওয়ানের দলের আছে। আত্মবিশ্বাসী জাভেদ বলেছেন, ‘‘এই দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলবে। আমরা ঠিক মতো ব্যাটিং করতে পারলে এবং আট নম্বর পর্যন্ত ব্যাটার থাকলে ৩৫০ রান তোলা সম্ভব। হ্যারিস রউফ ফিট হয়ে গেলে শাহিন আফ্রিদি, নাসিম শাহের সঙ্গে ও খেলবে। সঙ্গে স্পিনারেরা থাকবে। যে কোনও দলকে হারাতে পারি আমরা।’’ দলের ভারসাম্য নিয়েও খুশি জাভেদ। তিনি বলেছেন, ‘‘আমাদের দলে স্পিনার-অলরাউন্ডার এবং পেসার-অলরাউন্ডার রয়েছে। পিচ অনুযায়ী, খুশদিল শাহ এবং ফাহিম আশরফকে খেলানো যাবে। দলে বৈচিত্রের অভাব নেই। বড় প্রতিযোগিতার জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়।’’
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারেরা হতাশ করবেন না বলেই মনে করছেন জাভেদ। জানিয়েছেন, দলে আত্মবিশ্বাসের অভাব নেই। ত্রিদেশীয় সিরিজ়ের হারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবেই ত্রিদেশীয় সিরিজ় খেলেছেন রিজ়ওয়ানেরা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। প্রথম দিনই মাঠে নামবে আয়োজন পাকিস্তান। প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড।