সারা বছর খুশকির সমস্যায় জেরবার থাকেন অনেকেই। গরমের সময়ে মাথায় ঘাম জমে খুশকির সমস্যা আরও বাড়ে। খুশকি তাড়াতে অনেকেই বাজারচলতি বেশ কিছু শ্যাম্পু ব্যবহার করেন। তাতে সাময়িক সমাধান হলেও খুশকির সমস্যা কিছুতেই দূর হতে যায় না। গাঢ় রঙের পোশাক পরে যদি মাথার চুল থেকে খুশকি ঝরে পরে আপনার পোশাকের উপর, তবে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই খুশকির সমস্যার সমাধান করে ফেলুন। তেল বা শ্যাম্পুতে সহজে খুশকি যাবে না। খুশকি দূর করতে ও চুলের জেল্লা ফেরাতে কার্যকরী হতে পারে করলার রস।
করলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, অ্য়ান্টি-অক্সিড্যান্ট আছে যা খুশকির সমস্যা দূর করতে পারে। পাশাপাশি মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রেখে চুলের গোড়া মজবুতও করতে পারে। পাকা চুলের সমস্যা দূর করতেও কার্যকরী হতে পারে করলার রস। কী ভাবে মাখলে উপকার হবে জেনে নিন।
করলার রস
করলা বেটে তার রস সরাসরি মাথার ত্বকে মাখতে পারেন। অথবা করলার রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ভাল করে মাথার ত্বক ও চুলে মালিশ করুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। খুশকি তো যাবেই, মাথার ত্বকের যে কোনও সংক্রমণের ঝুঁকিও কমবে।
আরও পড়ুন:
করলার তেল
করলা বেটে নিন। এর পর নারকেল তেল গরম করে তার মধ্যে করলা বাটা মিশিয়ে দিন। এই তেল ভাল করে চুলে মালিশ করে, আধ ঘণ্টা রেখে হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
করলার মাস্ক
করলা বেটে নিয়ে তার সঙ্গে টক দই মিশিয়ে নিন। এই মাস্ক ভাল করে চুলে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই খুশকি দূর হবে, চুল পড়া বন্ধ হবে।
করলার সঙ্গে কলা
করলা বেটে তার সঙ্গে সঙ্গে চটকে নিন কলা। মিশ্রণটি যেন তরল হয়। ভাল করে মাথায় মেখে খানিক ক্ষণ অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নিন। উপকার পাবেন।