গত বারের চ্যাম্পিয়ন দল তারা। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও ছিল পাকিস্তান। কিন্তু সকলের আগে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে তারা। একটি ম্যাচও জিততে পারেনি। আঙুল উঠছে দলের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদের উপর। তিনি আবার ব্যর্থতার দায় চাপিয়েছেন দলের ব্যাটারদের উপর। আকিবের মতে, খেলারই ইচ্ছা ছিল না পাকিস্তানের ক্রিকেটারদের।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পরে পাকিস্তান ক্রিকেটের খোলনলচে বদলে যেতে পারে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দল থেকে বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান ও ফখর জ়মানকে বাদ দেওয়া হয়েছে। নতুন সিরিজ়ের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে আকিব বলেন, “পাকিস্তান ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যেতে হলে ক্রিকেটারদের অনেক বেশি ধারাবাহিক খেলতে হবে। বোর্ড যে লক্ষ্য ঠিক করে দেবে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা করতে পারিনি। দেখে মনে হচ্ছিল, ওদের খেলার ইচ্ছাই ছিল না।” কোনও ক্রিকেটারের নাম আলাদা করে না বললেও আকিবের লক্ষ্য দলের সিনিয়র ক্রিকেটারেরা। তিনি বলেন, “কোচ তো আর মাঠে নেমে খেলতে পারবে না। সে একটা পরিকল্পনা করে দেবে। সেটা মাঠে কাজে লাগাতে হবে ক্রিকেটারদের। সেখানেই সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা। আমার মনে হয় কয়েক জন ক্রিকেটারের নিজেদের খেলা নিয়ে ভাবার সময় এসেছে।”
গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, কোচ ও দলে বার বার বদল হয়েছে। সেটাও দলের ক্ষতি করেছে বলে মনে করেন আকিব। তিনি বলেন, “আপনারা দেখেছেন, গত কয়েক বছরে কত বার বোর্ডের চেয়ারম্যান, কোচ, নির্বাচক ও দল বদলেছে। তার ফলে বার বার খেলার ধরনও বদলেছে। এ ভাবে সাফল্য আসে না। একটা নির্দিষ্ট পরিকল্পনা করে দীর্ঘ দিন খেলতে হয়। সেটাই আমরা পারিনি।”
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন আকিব। পাকিস্তানের ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেট খেলতে চান না। তাতে তাঁরা নিজেদেরই ক্ষতি করছেন বলে মনে করেন কোচ। আকিব বলেন, “আমি জানি, এখন অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। কিন্তু তার মধ্যেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। চার দিনের ঘরোয়া ম্যাচ খেললে টেস্ট ও এক দিনের ক্ষেত্রে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। পাকিস্তান সেটাই হচ্ছে না। তার জন্যই আমাদের এই হাল।”
দলের বোলারদেরও ভাবার সময় এসেছে বলে মনে করেন আকিব। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফের কথা বলেছেন তিনি। আকিব বলেন, “করাচি ও দুবাইয়ের মাঠে সবচেয়ে ভাল রিভার্স সুইং করা যায়। কিন্তু আমাদের বোলারেরা সেটা করতে পারেনি। শাহিন ও হ্যারিসকে ভাবতে হবে, কেন ওরা রিভার্স সুইং পারছে না। ওদের আবার শুরু থেকে শুরু করতে হবে।”