কলিন ডি’গ্র্যান্ডহোম। ছবি: টুইটার
জোড়া ধাক্কা কিউয়ি শিবিরে। প্রথম টেস্টে হারের সঙ্গেই চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দু’টি টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি’গ্র্যান্ডহোম। প্রথম টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিজের চতুর্থ ওভারে বল করার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। চোট পাওয়ায় নিজের চতুর্থ ওভার শেষ করতে পারেননি গ্র্যান্ডহোম। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
একেই প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের দলের ব্যাটাররা তেমন রান পাননি। ইংল্যান্ডের কাছে টেস্টও হারতে হয়েছে চতুর্থ দিনে। তার উপর গ্র্যান্ডহোমের চোট চিন্তা বাড়াল নিউজিল্যান্ড শিবিরের। তিনি যখন চোট পান, সে সময় ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৩ রান।
UPDATE | Colin de Grandhomme will play no further part in the 1st Test after suffering a suspected tear to his right plantar fascia (heal) while bowling in the 2nd session of Day 3. An MRI scan tomorrow will inform his prognosis for the rest of the series. #ENGvNZ pic.twitter.com/DcJ81RvRik
— BLACKCAPS (@BLACKCAPS) June 4, 2022
গ্র্যান্ডহোমের চোট কতটা গুরুতর তা পরীক্ষার পর জানা যাবে। সোমবার তাঁর এমআরআই স্ক্যান করা হবে। সেই রিপোর্ট এলে কিউয়ি অলরাউন্ডারের চোট কতটা গুরুতর, তা বোঝা যাবে। জানা যাবে কবে মাঠে ফিরতে পারবেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি দ্বিতীয় টেস্টেও নিউজল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। এই ধাক্কা সামলেই পরিকল্পনা করতে হবে উইলিয়ামসনদের। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন গ্র্যান্ডহোম।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy