—প্রতীকী চিত্র
এক দিনের ক্রিকেট নজির গড়েছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার লোগান ভ্যান বিক। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সুপার ওভারে ব্যাট ও বল হাতে নায়ক হয়ে উঠেছেন ভ্যান বিক। ব্যাট করতে নেমে ছ’বলে ৩০ রান করেছেন। মেরেছেন তিনটি ছক্কা ও তিনটি চার। আবার পরে বল করতে এসে দু’উইকেট তুলে নিয়েছেন ভ্যান বিক।
জিম্বাবোয়ের হারারে স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট ৬ উইকেটে ৩৭৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। শতরান করেন নিকোলাস পুরান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৭৪ রান তোলে নেদারল্যান্ডস। তেজা নিদামানুরু শতরান করেন। শেষ বলে জিততে ১ রান দরকার ছিল। কিন্তু ভ্যান বিক আউট হয়ে যান। ১৪ বলে ২৮ রান করেন তিনি। দলকে জেতাতে না পারার রাগ সুদে-আসলে সুপার ওভারে পুষিয়ে নেন নেদারল্যান্ডসের এই ক্রিকেটার।
Crazy SUPER OVER between Netherlands and West Indies
— . (@MSD_071113_) June 26, 2023
Netherlands - 4,6,4,6,6,4
West Indies - 6,1,1,W,W
NED won the Super over by 22 runs
Logan Van Beek , The hero of the Match 🔥🔥🔥pic.twitter.com/aLDezsBdjw
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে বল করছিলেন অভিজ্ঞ জেসন হোল্ডার। প্রথম বল ভ্যান বিক মারেন মিড উইকেট দিয়ে। চার হয়ে যায়। পরের বল লং অনের উপর দিয়ে ছক্কা মারেন তিনি। তৃতীয় বল বাউন্সার দেওয়ার চেষ্টা করেন হোল্ডার। কিন্তু সেই বলটিও মিড উইকেট দিয়ে চার মারেন ভ্যান বিক। পরের দু’টি বল উড়ে গিয়ে পড়ে লং অন বাউন্ডারির বাইরে। শেষ বলটিতে মিড উইকেট দিয়ে আবার চার মেরে ওভার শেষ করেন ব্যান বিক। এক ওভারে ওঠে ৩০ রান।
৩১ রানের লক্ষ্য নিয়ে নেমে প্রথম বলে ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজ়ের জনসন চার্লস। কিন্তু পরের দু’টি বলে দু’টি সিঙ্গল আসে। চতুর্থ বলে বড় শট মারতে গিয়ে আউট হন চার্লস। পরের বলটি বাউন্সার দেন ভ্যান বিক। সেই বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জেসন হোল্ডার। দুই উইকেট পড়ে যাওয়ায় খেলা সেখানেই শেষ হয়ে যায়। ২২ রানে সুপার ওভার ও সেই সঙ্গে ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy