প্যালেস্টাইনের পাশে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানস। যে দলের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। মুলতানের মালিক আলি খান তারিন সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর দলের ব্যাটারের মারা প্রতিটি ছক্কা এবং বোলারদের নেওয়া প্রতিটি উইকেটের জন্য পাকিস্তানি মুদ্রায় এক লক্ষ টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার টাকা) দান করা হবে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনিদের জন্য।
পাকিস্তানের সেরা টি-টোয়েন্টি লিগ নিয়ে উৎসাহ থাকে গোটা দেশে। সেই লিগকে কাজে লাগাতে চাইছেন আলি। তিনি বলেন, “প্যালেস্টাইনিদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পাকিস্তান সুপার লিগের মাধ্যমে সেটা করা হবে। ব্যাটারদের মারা প্রতিটি ছক্কার জন্য ১ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বোলারেরাও এই কাজের অংশ হতে চেয়েছেন। তাই আমাদের বোলারদের নেওয়া প্রতিটি উইকেটের জন্যেও আমরা এক লক্ষ টাকা করে দান করব।”
আরও পড়ুন:
১১ এপ্রিল থেকে শুরু হয়েছে এ বারের পাকিস্তান সুপার লিগ। লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। শনিবার মুলতান সুলতানসের ম্যাচ ছিল করাচি কিংসের বিরুদ্ধে। প্রথম ম্যাচে হেরে গিয়েছেন রিজ়ওয়ানেরা। প্রথমে ব্যাট করে ২৩৪ রান করেছিল মুলতান। শতরান করেছিলেন রিজ়ওয়ান। তিনি ১০৫ রানে অপরাজিত ছিলেন। মুলতানের রান তাড়া করতে নেমে করাচি ম্যাচ জিতে নেয় চার বল বাকি থাকতে। ১০১ রান করেন জেমস ভিন্স। খুশদিল শাহ ৬০ রান করেন। চার উইকেটে ম্যাচ জেতে করাচি।