সব ধরনের ক্রিকেটে তিনিই হবেন ভারত অধিনায়ক? —ফাইল চিত্র
বিরাট কোহলীর পর ভারতীয় দলের টেস্ট অধিনায়ক কার হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সুনীল গাওস্কর জানিয়েছিলেন তাঁর পছন্দ ঋষভ পন্থ। মহম্মদ আজহারউদ্দিন অবশ্য রোহিত শর্মাকেই লাল বলের ক্রিকেটে অধিনায়ক চাইছেন।
টুইটারে তাঁকে ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে বলেছিলেন আজহারউদ্দিন। ভারতীয় দলকে দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছিলেন তিনি। টেস্ট অধিনায়ক কে হবেন সেই নিয়ে যে তাঁর কাছে প্রশ্ন আসবে তা স্বাভাবিক। উত্তরও দিলেন আজহার। এক জন লেখেন, ‘টেস্টে ঋষভ পন্থকে অধিনায়ক করা উচিত। আপনার কী মত?’ উত্তরে আজহার লেখেন, ‘রোহিত শর্মা যদি নেতৃত্ব দিতে অস্বীকার করে তবে ঋষভ পন্থের কথা ভাবা উচিত।’
শুধু আজহার নন, অনেকেই রোহিতকে টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন। আজহার বলেন, “আমার রোহিত এবং লোকেশ রাহুল, দু’জনকেই পছন্দ। এদের মধ্যে কাউকে বেছে নেওয়া উচিত। পন্থ এখনই নয়। রোহিত এবং রাহুল দারুণ ক্রিকেটার। রোহিতের খেলা দেখতে ভাল লাগে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল অধিনায়কত্ব করেছে ও। আমার মনে হয় নেতা হওয়ার দৌড়ে ওই আছে।”
For Test Captaincy I Think Rishab Pant is Right Choice. What Do You Think?#AskAzar
— Anjana Om Modi (Parody) (@AnjanaOmModiPaa) January 22, 2022
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পরেই নেতৃত্ব ছেড়ে দেন বিরাট কোহলী। এর পরেই পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত। এখন লাল বলের দায়িত্বও তাঁর হাতে তুলে দেয় কি না ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy