যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
প্রথম ইনিংসে ১৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেই রান কোনও উইকেট না হারিয়েই তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় দিনের শেষে তারা শেষ করল ৩১২ রানে। ক্যারিবিয়ান দলের থেকে ১৬২ রানে এগিয়ে রোহিতেরা।
দুই ব্যাটার আউট হলেও ভারতীয় ব্যাটারদের উপর চেপে বসতে পারল না ওয়েস্ট ইন্ডিজ়। যশস্বী শতরান করেছেন। বিরাট ক্রিজে রয়েছেন। তাঁদের ৬৮ রানের জুটি গড়া হয়ে গিয়েছে। ভারতের স্কোর ৩০৮ রান।
ক্রিজে যশস্বী এবং বিরাট। ক্যারিবিয়ানদের থেকে ১২৪ রানে এগিয়ে গিয়েছে ভারত। সহজেই খেলছেন সে দেশের বোলারদের বিরুদ্ধে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৯৫ রানে এগিয়ে ভারত। ২ উইকেট হারালেও ক্রিজে রয়েছেন শতরান করা যশস্বী এবং বিরাট কোহলি।
শুভমন গিল মাত্র ৬ রান করে আউট। রোহিত আউট হওয়ার পর তিন নম্বরে নেমেছিলেন গিল। নিজেই বেছে নিয়েছিলেন এই জায়গায় খেলবেন। কিন্তু তিন নম্বরে নেমে ক্রিজে থিতু হওয়ার আগেই আউট হয়ে গেলেন শুভমন।
শতরান করেই আউট হয়ে গেলেন রোহিত। চার মেরে শতরান করেছিলেন তিনি। টেস্টে ১০ নম্বর শতরান হয়ে গেল রোহিতের। কিন্তু পরের বলেই আউট হয়ে গেলেন তিনি। নির্বিষ বল গ্লাভসে লেগে ওঠে, যা উইকেটের সামনে এসে ক্যাচ নেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক জসুয়া দ্য সিলভা।
অভিষেক ম্যাচে শতরান করলেন যশস্বী। টেস্ট ক্রিকেটে শতরান করে শুরু করলেন তরুণ ওপেনার।
প্রথম ইনিংসে মাত্র ১৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেই রান সহজেই টপকে গেলেন রোহিতেরা। ভারতের দুই ওপেনার মিলে সেই রান টপকে গেলেন।
টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে মাত্র চার রানে পিছিয়ে রইল ভারত। ১৪৬ রান তুলে ফেলেছেন ভারতের দুই ওপেনার। রোহিত এবং যশস্বী অর্ধশতরান করে ফেলেছেন। তাঁদের ব্যাটেই এগিয়ে চলেছে ভারত।
টেস্টে ৩৫০০ রান করে ফেললেন রোহিত। ওপেনিং জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ়ের রান টপকে যাওয়ার পথে ভারত।
অভিষেক ম্যাচে অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চার মেরে ৫০ করলেন তিনি। সেই সঙ্গে ভারতীয় দলও ওপেনিং জুটিতে ১০০ রান পার করল। টেস্টে ভারতীয় দলের নতুন জুটি। রোহিত এবং যশস্বী প্রথম বার একসঙ্গে খেলছেন। সেই ইনিংসে ১০০ রান করে ফেললেন তাঁরা।
টেস্টের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজ়ের ১০ উইকেট তুলে নেয় ভারত। মাত্র ১৫০ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ৮০ রান তুলেছে। আর মাত্র ৭০ রানে পিছিয়ে ভারত।
That's Stumps on Day 1 of the opening #WIvIND Test!#TeamIndia move to 80/0, with captain Rohit Sharma and Yashasvi Jaiswal making a fine start.
— BCCI (@BCCI) July 12, 2023
We will be back tomorrow for Day 2 action!
Scorecard ▶️ https://t.co/FWI05P4Bnd pic.twitter.com/aksOAvowGc
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy