চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচ বাতিল হয়ে যায় মাঠে জল জমে থাকার কারণে। শুক্রবার লাহোরে বৃষ্টি হয়। অস্ট্রেলিয়া ব্যাট করার সময় বৃষ্টি শুরু হয়। ৩০ মিনিট বৃষ্টি হয়েছিল। কিন্তু তার পর বৃষ্টি থামলেও খেলা শুরু করা যায়নি। মাঠে যে পরিমাণ জল জমেছিল তাতেই বিপত্তি। মাঠের নিকাশি ব্যবস্থা প্রশ্নের মুখে।
লাহোরে বৃষ্টি থামার পর দেখা যায় কাপড় এবং স্পঞ্জ দিয়ে মাঠ শুকনো করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মাঠকর্মীদের সব চেষ্টা ব্যর্থ হয়। তাঁদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। বৃষ্টি থামার পর মাঠের আস্তরণ সরিয়ে নিয়ে যাওয়ার সময় জল পড়ে মাঠে। বৃষ্টি থামার এক ঘণ্টা পরেও মাঠের বিভিন্ন জায়গায় জল জমে ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে রাওয়ালপিন্ডিতে দু’টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। এ বার লাহোরেও ম্যাচ বাতিল হল। তা-ও আবার মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতেই বাতিল করতে হল ম্যাচ।
আরও পড়ুন:
বৃষ্টির সময় পুরো মাঠ ঢেকে রাখার ব্যবস্থা ছিল না লাহোরে। যে কারণে মাঠের বেশির ভাগ অংশেই জল জমে যায়। একই ছবি দেখা গিয়েছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু সেখানে ম্যাচ বাতিল হয়েছিল বৃষ্টি না থামায়। লাহোরে বৃষ্টি থেমে গেলেও খেলা শুরু করা যায়নি। যে কারণে বিতর্ক তৈরি হয়েছে।
ম্যাচ ভেস্তে যাওয়ায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ঝুলে রয়েছে আফগানিস্তানের ভাগ্য। শনিবার দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারলে সেমিফাইনালে ওঠার সুযোগ পাবেন রশিদ খানেরা।