Advertisement
E-Paper

৭ রেকর্ড: রবিবার নিউ জ়িল্যান্ড ম্যাচে ভাঙতে পারেন বিরাট কোহলি

সাতটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির সামনে। তার জন্য খেলতে হবে আরও একটি বড় রানের ইনিংস। এক দিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলতে নামবেন কোহলি। সেই ম্যাচে কোন কোন রেকর্ড ভাঙতে পারেন কোহলি?

Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১১:৩৬
Share
Save

পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন বিরাট কোহলি। এ বার সামনে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে মোট সাতটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির সামনে। তার জন্য খেলতে হবে আরও একটি বড় রানের ইনিংস। এক দিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলতে নামবেন কোহলি। সেই ম্যাচে কোন কোন রেকর্ড ভাঙতে পারেন কোহলি?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান

শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙতে পারেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন বাঁহাতি ওপেনার। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ ম্যাচে তিনি করেছিলেন ৬৬৫ রান। কোহলি ১৫ ম্যাচে করেছেন ৬৫১ রান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান করলেই টপকে যাবেন সৌরভকে। তবে ৫১ রান করলে ভেঙে দিতে পারেন ধাওয়ানের রেকর্ড।

চ্যম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এখন ক্রিস গেলের। ১৭ ম্যাচে ৭৯১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহেলা জয়বর্ধনে (৭৪২)। কোহলি এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। তবে গেলের চেয়ে ১৪১ রানে পিছিয়ে রয়েছেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৪২ রান করতে পারলে কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন। যদিও এই রেকর্ড ভাঙার জন্য তিনি অন্তত আরও একটি ম্যাচ পাবেন। কারণ, সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত।

GFX

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান (এক দিনের ক্রিকেটে)

এক দিনের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। খুব পিছিয়ে নেই কোহলি। তিনি ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রান করতে পারলেই ভেঙে যাবে সচিনের রেকর্ড। সব দেশ মিলিয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি রিকি পন্টিংয়ের। তিনি ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে হলে কোহলির প্রয়োজন আরও ৩২৬ রান।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান (এক দিনের ক্রিকেটে)

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ছ’টি শতরান করেছেন। একই সংখ্যক শতরান করেছেন বীরেন্দ্র সহবাগ এবং রিকি পন্টিং। তাঁরা তিন জনেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার তালিকায় শীর্ষে রয়েছেন। কোহলি রবিবার শতরান করলে একক ভাবে সবচেয়ে শতরান করার রেকর্ডটি গড়বেন।

আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। আইসিসি প্রতিযোগিতায় কোহলির অর্ধশতরান বা তার বেশি রানের সংখ্যা ২৩, যা সচিনের সমান। কোহলি রবিবার অর্ধশতরান করলে একক ভাবে আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ড গড়বেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি করার রেকর্ডটি এখন ধাওয়ান, সৌরভ, কোহলি এবং রাহুল দ্রাবিড়ের নামে। প্রত্যেকেই ছ’টি করে অর্ধশতরান বা তার বেশি রান করেছেন। একক ভাবে সেই রেকর্ড গড়ার মুখে কোহলি। প্রয়োজন একটি অর্ধশতরানের।

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি সচিনের। তিনি ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সঙ্গকারা। তিনি ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রান করেছিলেন। তিন নম্বরে রয়েছেন কোহলি। তিনি ২৯৯ ম্যাচে ১৪০৮৫ রান করেছেন। রবিবার কোহলি ১৫০ রান করলে টপকে যাবেন সঙ্গকারাকে। সচিনের রেকর্ড ভাঙতে না পারলেও কোহলি দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারেন।

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ

শুধু ব্যাটার নয়, ফিল্ডার হিসাবেও রেকর্ড গড়তে পারেন কোহলি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার (উইকেটরক্ষক বাদ দিয়ে) রেকর্ডটি জয়বর্ধনের। তিনি ৪৪৮ ম্যাচে ২১৮টি ক্যাচ নিয়েছেন। ৩৭৫ ম্যাচে ১৬০টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে পন্টিং। কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ১৫৮টি ক্যাচ ধরেছেন ২৯৯ ম্যাচে। রবিবার তিনটি ক্যাচ ধরতে পারলে কোহলি টপকে যেতে পারেন পন্টিংকে।

Virat Kohli India Vs New Zealand ICC Champions Trophy 2025

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}