কুয়েতের একটি টি-টোয়েন্টি লিগে এক ওভারে উঠেছে ৪৬ রান। — প্রতীকী চিত্র
ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ কত রান উঠতে পারে? অনেকেই বলবেন, ছ’টি ছয় হলে ৩৬ উঠতে পারে। সঙ্গে নো বল হলে অতিরিক্ত আরও দু-এক রান উঠতে পারে। কিন্তু তাই বলে এক ওভারে ৪৬ রান? কী ভাবে সম্ভব? অথচ এমনই ঘটেছে কুয়েতের একটি টি-টোয়েন্টি লিগে। সেখানে এক ওভারে উঠেছে ৪৬ রান।
কুয়েতে চলছে কেসিসি ফ্রেন্ডস মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩। এনসিএম ইনভেস্টমেন্ট এবং ট্যালি সিসির ম্যাচ চলছিল। এনসিএম-এর বাসু চড়াও হন ট্যালির বোলার হরমনের উপর। হরমনের প্রথম বল ছিল নো। সেটিতে ছক্কা মারেন বাসু। তার পর চার রান বাই হয়। পরের পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারেন বাসু। তার মধ্যে একটি নো বল হয়। পরের বলে আবার চার। ফলে এক ওভারে মোট ৪৬ রান ওঠে।
Getting 46 runs in an over is not possible right? Right? Wrong! Watch this absolute bonkers over now.
— FanCode (@FanCode) May 3, 2023
.
.#KCCT20 pic.twitter.com/PFRRivh0Ae
আইপিএলে এক ওভারে সর্বোচ্চ রান উঠেছে ৩৭। দু’বার এই ঘটনা ঘটেছে। ২০১১ সালে আরসিবির বিরুদ্ধে ম্যাচে অধুনালুপ্ত কোচি টাস্কার্স কেরলের পি পরমেশ্বরম ৩৭ রান দেন। ২০২১-এ চেন্নাইয়ের বিরুদ্ধে আরসিবির হর্ষল পটেলও ৩৭ রান দেন।
টেস্টে যশপ্রীত বুমরা ৩৫ দিয়েছেন এক ওভারে। সেটাই সর্বোচ্চ। আন্তর্জাতিক এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ ৩৬ করে রান উঠেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy