চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। তবে কেকেআরের হয়ে আইপিএলের প্রস্তুতিতে নেমে ছন্দে দেখা গিয়েছে। আবার পুরনো দলে ফিরে আপ্লুত অনরিখ নোখিয়া। জানালেন, কোনও দল যখন তাঁর পাশে ছিল না, তখন ছিল না কেকেআর।
এই নিয়ে দ্বিতীয় বার কেকেআর নিয়েছে নোখিয়াকে। ২০১৯ সালে নেওয়া হলেও চোটের কারণে নাম তুলে নিয়েছিলেন। গত বছর নোখিয়াকে নিলামে ৬.৫ কোটি টাকায় কিনেছে কেকেআর।
রবিবার কেকেআরের সমাজমাধ্যমে পোস্ট হওয়া একটি ভিডিয়োয় নোখিয়া বলেছেন, “কেকেআরের প্রথম দল যারা এ বার আমার পাশে ছিল। আবার কলকাতায় ফিরতে পেরে ভাল লাগছে। মাঠে নামার জন্য তর সইছে না। দেখা যাক সব কেমন এগোয়।”
ইডেন গার্ডেন্সে খেলবেন ভেবে এখন থেকেই উত্তেজিত নোখিয়া। বলেছেন, “দারুণ জায়গা, দারুণ মাঠ। প্রথম ম্যাচে খেলার জন্য মুখিয়ে রয়েছি। তবে এখন যাবতীয় মনঃসংযোগ রয়েছে প্রস্তুতিতে। আশা করি সবাইকে একটা সফল মরসুম উপহার দিতে পারব।”
আরও পড়ুন:
সমর্থকদের উদ্দেশে নোখিয়ার বার্তা, “আপনাদের মাঠে দেখার জন্য তর সইছে না। চাইব প্রত্যেকে সব ম্যাচে এসে খেলা দেখুন। অনুশীলনের সময় অনেক সমর্থককেই দেখতে পাই। সবাইকে ধন্যবাদ। আপনাদের বার্তা আমরা প্রতিনিয়ত দেখি। আপনাদের মুখে হাসি ফোটাতে মরিয়া।”
ডিসেম্বরে শেষ বার ক্রিকেট খেলেছিলেন নোখিয়া। পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে চোট পান। কেকেআরের প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া এক রকম নিশ্চিতই।